আলিয়ঁস ফ্রঁসেজ, চট্টগ্রাম আয়োজন করছে ‘রেজোন্যান্স অব টাইম’ শীর্ষক চিত্র প্রদর্শনী। এতে অংশ নিচ্ছেন শিল্পী জাবের আহমেদ চৌধুরী, উত্তম কুমার তালুকদার, সঞ্জয় কুমার দাস, সঞ্জীব বড়ুয়া ও অরুণ কুমার শীল। প্রদর্শনী উদ্বোধন হবে ১৫ নভেম্বর সন্ধ্যা ৬টায়। চলবে ২০ নভেম্বর পর্যন্ত। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট শিল্পী প্রফেসর অলক কুমার রায় (ভাস্কর), খাজা কাইয়ুম (চিত্রশিল্পী), বিটা পরিচালক শিশির দত্ত ও কবি, অনুবাদক এবং চলচ্চিত্র সমালোচক আলম খোরশেদ। উদ্বোধনী অনুষ্ঠান সবার জন্য উন্মুক্ত থাকবে। প্রদর্শনী প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকবে। প্রেস বিজ্ঞপ্তি।











