কক্সবাজার জেলার সেন্টমার্টিন দ্বীপে অবস্থিত ২০ শয্যার হাসপাতাল পরিচালনার বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সাথে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের সমঝোতা স্মারক গত ১১ নভেম্বর চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ে স্বাক্ষরিত হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষে কক্সবাজার জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মাদুল হক এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের পক্ষে পরিচালক (প্রশাসন) ডা. মো. নূরুল হক স্ব স্ব পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
এ সময় সরকারের পক্ষে চট্টগ্রামের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. সেখ ফজলে রাব্বি, চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মো. জাহাঙ্গীর আলম, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয়ের উপ–সহকারী পরিচালক ডা. ইমতিয়াজ হোসাইন এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের পক্ষে হাসপাতালের কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন, ট্রেজারার অধ্যক্ষ ড. লায়ন মোহাম্মদ সানাউল্লাহ ও উপ–পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মোশাররফ হোসাইন উপস্থিত ছিলেন।
সমঝোতা স্মারকের আলোকে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল কর্তৃপক্ষ আগামী ১ বছর সেন্টমার্টিন দ্বীপে অবস্থিত ২০ শয্যার হাসপাতালটি পরিচালনা করবে। বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হাসপাতালটি পরিচালনার দায়িত্ব গ্রহণ করার জন্য চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
হাসপাতালের কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন সরকারের সাথে যৌথভাবে কাজ করার সুযোগ করে দেয়ার জন্য স্বাস্থ্য উপদেষ্টা নূরহাজাহন বেগম এবং বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. সেখ ফজলে রাব্বিসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। উল্লেখ্য, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগমের নির্দেশনা অনুযায়ী এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।











