রাউজানের বিনাজুরী এলাকার মাইজপাড়ায় ৫৫ শতক আয়তনের একটি পুরানো পুকুর ভরাট করে ফেলায় ৫ ব্যক্তিকে সাত লক্ষাধিক টাকা জরিমানা করা হয়েছে। পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ জমির উদ্দিন এই জরিমানার আদেশ প্রদান করেন।
জানা যায়, বিনাজুরীর মাইজপাড়ায় এলাকায় দীর্ঘদিনের পুরানো একটি পুকুর ভরাট করে ফেলা হয়। কাজী মোহাম্মদ ইসমাইল, সৈয়দ মোহাম্মদ বোরহান উদ্দিন, মৌলানা মোহাম্মদ শাহাদাত হোসেন, জিসান এবং মুন্না নামের ব্যক্তিরা পুকুরটি ভরাট করেন বলে পরিবেশ অধিদপ্তরে অভিযোগ দায়ের করা হয়। উক্ত অভিযোগের প্রেক্ষিতে পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট টিম সরজমিনে পরিদর্শন করেন এবং পুকুর ভরাটের প্রমাণ পান। পরবর্তীতে শুনানি শেষে পরিবেশের ক্ষতি করায় ওই ৫ ব্যক্তিকে ৭ লাখ ১৮ হাজার ৭৪০ টাকা জরিমানা করা হয়।









