বাঁশখালীর সরল ইউনিয়নের মিনজীরিতলা এলাকায় জান্নাতুল ফেরদৌস (২০) নামে এক নববধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দুপুরে নববধূর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য প্রেরণ করেছে পুলিশ। থানা পুলিশ ও নিহত নববধূর পরিবার সূত্রে জানা যায়, ২৩ অক্টোবর সরল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড পাইরাংয়ের ফরেস্ট অফিস এলাকার মুজিবুল হক ও মোবাশ্বেরা বেগমের কন্যা জান্নাতুল ফেরদৌসের (২০) সাথে একই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড মিনজীরিতলা পরানী বর বাড়ির মোস্তাক আহমেদ ও রাবেয়া বেগমের ছেলে মো. শাহাব উদ্দিনের বিয়ে হয়। বিয়ের সময় মেয়ের পরিবারের পক্ষ থেকে ৪শ বরযাত্রী এবং ৫ রকমের ফার্নিচার দেওয়া হয়। তাতে বর পক্ষের লোকজন খুশি হয়নি বলে অভিযোগ মেয়ের পরিবার ও স্বজনদের।
এ নিয়ে প্রায় সময় মেয়েকে নানাভাবে অপমানিত করা হয়।
মেয়ের মামা প্রবাসী কামাল উদ্দিনের অভিযোগ, আমার ভাগ্নিকে গলা টিপে বালিশ চাপা দিয়ে হত্যা করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে চালিয়ে দিচ্ছে। আমরা এর বিচার দাবি করছি।
বৈলছড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. ইব্রাহিম খলিল বলেন, মেয়ের পরিবার আমার এলাকার। ছেলের পরিবারের লোকজন মেয়েটিকে মেরে আত্মহত্যা বলে প্রচার করছে।
এদিকে স্বামী মো. শাহাব উদ্দিন ও তার পরিবারের লোকজনের সাথে এ বিষয়ে কথা বলার চেষ্টা করা হয়। কিন্তু তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, গৃহবধূর মুত্যুর খবর পেয়ে গতকাল সাড়ে ৩টার দিকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। প্রাথমিকভাবে আত্মহত্যা হবে ধারণা করা হচ্ছে। রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।










