জেলায় পর্যায়ে সেরা প্রতিষ্ঠান জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা

জাতীয় শিশু কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতা

| বৃহস্পতিবার , ১৩ নভেম্বর, ২০২৫ at ৫:৪৩ পূর্বাহ্ণ

ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় আয়োজিত জাতীয় শিশু কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতা জেলা পর্যায়ে গত ১১ নভেম্বর পাহাড়তলী হাজী ক্যাম্পে অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় প্রতিবারের ন্যায় এবারও দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার ২৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে বিভিন্ন ক্যাটাগরিতে ৪২টি পুরস্কারের মধ্যেই জামেয়ার দখলে ১৯ জন শিক্ষার্থী পুরস্কার অর্জন করায় চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়। বিজয়ী শিক্ষার্থীদের মাদ্রাসার এসেম্বলিতে তাদের সনদপত্র ও পুরস্কার তুলে দেন অধ্যক্ষ আল্লামা আব্দুল আলীম রেজভী, উপাধ্যক্ষ ড. আ ত ম লিয়াকত আলীসহ অন্যান্য শিক্ষকবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচবি উপাচার্যের সঙ্গে পাকিস্তানের দুই প্রফেসরের সৌজন্য সাক্ষাৎ
পরবর্তী নিবন্ধআইআইটিআইআর ও আল-হিদায়াহ ইন্টারন্যাশনাল স্কুলের মধ্যে সমঝোতা