বাঁশখালী উপজেলা প্রশাসন ও গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের উদ্যোগে ইউনিয়ন পরিষদের সদস্যদের অংশগ্রহণে ‘গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ’ কর্মশালার সমাপনী অনুষ্ঠান গতকাল বুধবার অনুষ্ঠিত হয়। ৬ দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচিতে প্রতি দুইটি ইউনিয়নের প্রতিনিধিদের নিয়ে একেকটি ব্যাচ পরিচালনা করা হয়। গতকাল অনুষ্ঠিত হয় ষষ্ঠ ব্যাচের শেষ দিনের সমাপনী অনুষ্ঠান বাঁশখালী অফিসার্স ক্লাবের হলরুমে অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. জামশেদুল আলম। বিশেষ অতিথি ছিলেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম,উপজেলা কৃষি কর্মকর্তা শ্যামল চন্দ্র সরকার। অনুষ্ঠান সঞ্চালনা করেন গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের উপজেলা কো–অর্ডিনেটর মো. শফিউল করিম। কর্মসূচিটি স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ইউএনডিপির সহায়তায় আয়োজন করা হয়। প্রশিক্ষণে গ্রাম আদালতের কার্যক্রম, বিচার প্রক্রিয়া, আইনগত কাঠামো ও জনসেবামূলক ভূমিকা বিষয়ে বিশদ আলোচনা করা হয়। প্রধান অতিথি বলেন, গ্রাম আদালত হচ্ছে জনগণের দোরগোড়ায় ন্যায়বিচার পৌঁছে দেওয়ার অন্যতম মাধ্যম। ইউনিয়ন পরিষদের সদস্যদের এই প্রশিক্ষণ মাঠপর্যায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিশেষ অতিথি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, গ্রাম আদালত সক্রিয় থাকলে ছোটখাটো বিরোধ ও অভিযোগ দ্রুত নিষ্পত্তি হয়, যা থানার ওপর চাপ কমায় এবং সামাজিক শান্তি বজায় রাখতে সহায়তা করে। আইনশৃঙ্খলা রক্ষায় ইউনিয়ন পরিষদের সদস্যদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমপ্রতি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জনতা নিজেরাই আইন হাতে তুলে নিচ্ছে। এতে প্রাণহানির মতো দুঃখজনক ঘটনা ঘটছে এ বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।










