রাঙামাটিতে পরীক্ষা স্থগিতাদেশ প্রত্যাহার দাবিতে বিক্ষোভ

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ

রাঙামাটি প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৩ নভেম্বর, ২০২৫ at ৫:৩৯ পূর্বাহ্ণ

রাঙামাটিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ পরীক্ষা স্থগিতাদেশ প্রত্যাহার এবং পরীক্ষা নেওয়ার দাবিতে বিক্ষোভ করেছে পরীক্ষার্থীরা। গতকাল বুধবার সকাল ৯টা থেকে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ প্রাঙ্গণে বিক্ষোভ করেন তারা। এক পর্যায়ে জেলা পরিষদের প্রধান ফটক ও পরিষদ ভবনে তালা দিয়ে পরিষদ সদস্য ও কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখেন আন্দোলনকারীরা। জানা যায়, বুধবার সকালে বিক্ষুব্ধ পরীক্ষার্থীরা পরীক্ষা স্থগিতের প্রতিবাদ ও পরীক্ষা গ্রহণের জন্য চেয়ারম্যান বরাবর স্মারকলিপি দিতে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ কার্যালয়ে এসে চেয়ারম্যান কাজল তালুকদার ও শিক্ষাবিভাগের দায়িত্বপ্রাপ্ত সদস্য বৈশালী চাকমাকে অফিসে না পেয়ে ফোনে যোগাযোগের চেষ্টা করেন। কিন্তু তাতেও কোনো সাড়া পাননি পরীক্ষার্থীরা। পরবর্তীতে বিক্ষুব্ধ পরীক্ষার্থীরা জেলা পরিষদের প্রধান ফটকসহ মূল ভবনের সকল প্রবেশপথে তালা ঝুলিয়ে জেলা পরিষদ প্রাঙ্গণে বিক্ষোভ করতে থাকে।

এতে করে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত সদস্যরা অবরুদ্ধ হয়ে থাকে। তবে এসময় জেলা পরিষদ সদস্য দেবপ্রসাদ দেওয়ান, মিনহাজ মুরশীদ ও প্রতুল দেওয়ান ছাড়া কেউই অফিসে উপস্থিত ছিলেন না। পরে দুপুরে জেলা পরিষদের এই তিন সদস্য পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং এক ঘণ্টা পর সিদ্ধান্ত জানানোর কথা জানান। শেষাবধি বিকেলে এই সদস্যরা জানায়, ১৪ নভেম্বর নিয়োগ পরীক্ষা নেয়া সম্ভব না। এসময় পরীক্ষার্থীরা নিয়োগ কমিটির সঙ্গে কথা বলতে চাইলে বৃহস্পতিবার সকাল ১১টায় শিক্ষার্থীদের প্রতিনিধি দলকে জেলা পরিষদে চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করার কথা জানায়।

এদিকে, বুধবার সকাল ৯টায় শুরু হওয়া পরীক্ষার্থীদের এই বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি শেষ হয় বিকাল ৪টার দিকে। এরপর জেলা পরিষদ চত্বরে সাংবাদিকদের সঙ্গে সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে নিয়োগ পরীক্ষার্থীদের পক্ষে নিতীষ চাকমা বলেন, আমরা সকালে চেয়ারম্যান ও শিক্ষা বিভাগের আহবায়কের সঙ্গে সাক্ষাতের চেষ্টা করেও তাদের কাউকেই পাইনি।

পূর্ববর্তী নিবন্ধনগরে শিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
পরবর্তী নিবন্ধ‘জনগণের দোরগোড়ায় ন্যায়বিচার পৌঁছাবে গ্রাম আদালত’