কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ পোশাক তৈরির প্রশিক্ষণ

কাপ্তাই প্রতিনিধি  | বৃহস্পতিবার , ১৩ নভেম্বর, ২০২৫ at ৫:৩৭ পূর্বাহ্ণ

কাপ্তাই উপজেলা প্রশাসন এবং উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে ভ্রাম্যমাণ পোশাক তৈরি বিষয়ক সপ্তাহ ব্যাপী প্রশিক্ষণ কাপ্তাই উচ্চ বিদ্যালয়ে উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. হোসেনের সভাপতিত্বে এবং সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. খাইরুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর রাঙামাটির সহকারি উপপরিচালক উষা মগ, কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব হাসান বাবু, উপসহকারি প্রকৌশলী মো. শরিফুল হক, কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি মো. কবির হোসেন এবং কাপ্তাই উপজেলা মানবাধিকার কমিশনের সাধারন সম্পাদক কাজী মোশাররফ হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন বলেন, যে মহিলাদের পোষাক তৈরি প্রশিক্ষণ দেয়া হচ্ছে তারা যদি ভালোভাবে প্রশিক্ষণ গ্রহণ করতে পারেন তাহলে তাদেরকে যুব উন্নয়ন অধিদপ্তরের পক্ষ থেকে নিয়ম অনুযায়ী ঋণ প্রদান করা হবে। যে ঋণ কাজে লাগিয়ে তারা স্বাবলম্বী হবার জন্য প্রচেষ্টা চালাতে পারেন।

পূর্ববর্তী নিবন্ধবিপিএল আসরের নিলাম ২৩ নভেম্বর
পরবর্তী নিবন্ধনগরে শিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ