কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী এবং স্থানীয় তরুণদের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ গতকাল বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। প্রীতি ম্যাচটি গোলশূন্যভাবে শেষ হয়। কাপ্তাই উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এবং উপজেলা ক্রীড়া সংস্থার আহবায়ক মোহাম্মদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রীতি ফুটবল ম্যাচ উদ্বোধন করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব হাসান, কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি মো. কবির হোসেন এবং কাপ্তাই উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য কাজী মোশাররফ হোসেন। প্রীতি ফুটবল ম্যাচে অংশ নেন জনি, আরিফ, তাজুল, শাহিন, সুমন, সজীব, হানিফ, আরমান, দুর্জয়, সিফাত, বিজয়, সালাউদ্দিন, সাকিব, কাউসার, জিসান ও ইসমাইল। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হোসেন বলেন, ছাত্ররা খেলাধুলায় আগ্রহী হলে উপজেলা প্রশাসন এবং ক্রীড়া সংস্থার পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে। কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব হাসান বলেন, ছেলেরা খেলাধুলা করতে চাইলে প্রতিদিন বিকালে স্কুলের মাঠ ব্যবহার করতে পারবে। খেলাধুলার জন্য তাদের যদি ফুটবলের প্রয়োজন হয় তিনি সরবরাহ করবেন বলেও জানান।












