নিরব স্মৃতি টুর্নামেন্টে চট্টগ্রাম ক্রিকেট একাডেমির শুভসূচনা

| বৃহস্পতিবার , ১৩ নভেম্বর, ২০২৫ at ৫:৩৪ পূর্বাহ্ণ

এসএস ক্রিকেট একাডেমি আয়োজিত নয়ন নাথ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের গ্রুপ পর্বের প্রথম খেলায় শুভসূচনা করেছে চট্টগ্রাম ক্রিকেট একাডেমি (সিসিএ)। গতকাল সাগরিকা মহিলা কমপ্লেক্স মাঠে নিজেদের প্রথম গ্রুপ লিগ ম্যাচে সিসিএ ১৩৪ রানের বড় ব্যবধানে এস এস ক্রিকেট একাডেমিকে পরাজিত করে। চট্টগ্রাম ক্রিকেট একাডেমি প্রথমে ব্যাট করতে নেমে ১৮৯ রান করে। ১৯০ রানের লক্ষ্যে এস এস ক্রিকেট একাডেমি ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে ৫৬ রান করতে সক্ষম হয়। চট্টগ্রাম ক্রিকেট একাডেমির ব্যাটসম্যান হাসিবুল হাসান ৭০ রান করে। বোলার মোহাম্মদ জয় ৪ উইকেট নিয়ে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়।

পূর্ববর্তী নিবন্ধএবার রংপুরকে হারিয়ে টানা চতুর্থ জয় পেল চট্টগ্রাম
পরবর্তী নিবন্ধকাপ্তাই উচ্চ বিদ্যালয়ে প্রীতি ফুটবল ম্যাচ