আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনে শৃঙ্খলাভঙ্গের দায়ে জরিমানা গুনতে হলো বাংলাদেশের পেসার নাহিদ রানাকে। আইসিসির আচরণবিধি ভঙ্গের কারণে তার ম্যাচ ফি’র ২৫ শতাংশ কেটে নেওয়া হয়েছে। ঘটনাটি ঘটে আয়ারল্যান্ডের ইনিংসের ২৭তম ওভারে।
বল করার পর নাহিদ অযথা বলটি প্রতিপক্ষ ব্যাটার কেইড কারমাইকেলের দিকে ছুড়ে মারেন, যদিও তখন ব্যাটার ক্রিজের ভেতরেই ছিলেন। এই আচরণকে আইসিসি লেভেল–১ অপরাধ হিসেবে চিহ্নিত করেছে। নাহিদ অভিযোগ স্বীকার করে শাস্তি মেনে নেওয়ায় কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। পাশাপাশি তার রেকর্ডে একটি ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়েছে। এটি গত ২৪ মাসে তার প্রথম শাস্তি। আইসিসির নিয়ম অনুযায়ী, লেভেল–১ ধরনের অপরাধের শাস্তি হলো আনুষ্ঠানিক সতর্কবার্তা বা ম্যাচ ফি’র সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত জরিমানা এবং এক থেকে দুটি ডিমেরিট পয়েন্ট।










