ক্যারিবীয় সাগরে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী বহর

| বৃহস্পতিবার , ১৩ নভেম্বর, ২০২৫ at ৫:২৯ পূর্বাহ্ণ

বিশ্বের বৃহত্তম যুদ্ধজাহাজ ইউএসএস জেরাল্ড আর ফোর্ড বিমানবাহী রণতরীকে কেন্দ্রে রেখে মার্কিন নৌবাহিনীর আক্রমণাত্মক যুদ্ধজাহাজের একটি বহর ক্যারিবীয় সাগরে পৌঁছেছে, জানিয়েছে মার্কিন নৌবাহিনী। ক্যারিবীয় সাগর অঞ্চলে তথাকথিত মাদকবাহী জলযানগুলোতে মার্কিন বাহিনীর হামলা ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ওই অঞ্চলের দেশ ভেনেজুয়েলার বাড়তে থাকা উত্তেজনার মধ্যে বিমানবাহী রণতরী বহরটি সেখান হাজির হল। খবর বিডিনিউজের।

গত মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নৌবাহিনীর এই ‘স্ট্রাইক গ্রুপ’কে ক্যারিবীয় অঞ্চলে যাওয়ার নির্দেশ দেন। বিবিসি জানিয়েছে, ক্যারিবীয় সাগর ও প্রশান্ত মহাসাগরের পূর্বাঞ্চলে যুক্তরাষ্ট্র এ পর্যন্ত অন্তত ১৯টি কথিত মাদকবাহী নৌযানে হামলা চালিয়ে সেগুলো ধ্বংস করে দিয়েছে আর এতে অন্তত ৭৬ জন নিহত হয়েছেন। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও দেশটির অন্য কর্মকর্তারা অভিযোগ করে বলেছেন, এখানে যুক্তরাষ্ট্র একটি মিথ্যা সংকট তৈরি করছে আর তারা ভেনেজুয়েলার বামপন্থি সমাজতন্ত্রী সরকারকে উৎখাত করার সুযোগ খুঁজছে।

ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের কথিত মাদকবিরোধী অভিযান নিয়ে ভেনেজুয়েলার প্রতিবেশী দেশ কলম্বিয়ার সঙ্গেও মার্কিন প্রশাসনের উত্তেজনা তৈরি হয়েছে। কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোকে ‘একজন ঠগ ও খারাপ লোক’ বলে চিহ্নিত করেছেন ট্রাম্প। এই স্ট্রাইক গ্রুপে বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ডসহ নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্রবাহী ডেস্ট্রয়ার ও অন্য বিভিন্ন ধরনের যুদ্ধজাহাজ আছে। এই রণতরী বহরের মধ্যে শুধু ইউএসএস জেরাল্ড আর ফোর্ডেই চার হাজারের বেশি মার্কিন সৈন্য আছে ও অনেকগুলো যুদ্ধবিমান ও হেলিকপ্টার আছে।

পূর্ববর্তী নিবন্ধত্রাণবাহী ট্রাক ঢুকতে উত্তর গাজার জিকিম ক্রসিং খুলে দিল ইসরায়েল
পরবর্তী নিবন্ধজাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ ফাইনালে সিরাজগঞ্জ-দিনাজপুর