ভারতের রাজধানী দিল্লির লালকেল্লার কাছে ব্যস্ত সড়কে ধীরে চলা এক গাড়িতে বোমা বিস্ফোরণের মুহূর্তের সিসিটিভি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে। ভারতের জাতীয় তদন্ত সংস্থা এনআইএ এরই মধ্যে ৯ জনের প্রাণ কেড়ে নেওয়া ওই ‘সন্ত্রাসী হামলার’ তদন্ত শুরুর ঘোষণাও দিয়েছে। ১৫ সেকেন্ডের ওই ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে, লাল কেল্লা মেট্রো স্টেশনের কাছে একটি সড়কে গাড়ির জট, তার মধ্যেই ডজনের বেশি গাড়ি ধীরে ধীরে এগুচ্ছে। কিছুক্ষণের মধ্যেই সড়কের মধ্যে একটি বড় অগ্নিকুণ্ড দেখা যায়, সেখানে থাকা একটি হুন্দাই আই২০ গাড়িটিই ওই অগ্নিকুণ্ডের কারণ বলে এখন সন্দেহ করা হচ্ছে। খবর বিডিনিউজের।
সোমবার স্থানীয় সময় রাত ৬টা ৫০ মিনিটের দিকে হওয়া ওই বিস্ফোরণে কয়েকটি গাড়ি ছিন্নবিচ্ছিন্ন হয়ে যায় বলে সিসিটিভি নিয়ন্ত্রণ কক্ষের দেওয়া ফুটেজে দেখা যাচ্ছে, বলছে এনডিটিভি। এই বিস্ফোরণের কয়েক ঘণ্টা আগেই ভারতীয় নিরাপত্তা বাহিনী তিন চিকিৎসকসহ সন্দেহভাজন আট জঙ্গিকে গ্রেপ্তার ও দুই হাজার ৯০০ কেজি বিস্ফোরক উদ্ধার করেছিল। এই সন্দেহভাজনরা জইশ–ই–মোহাম্মদ ও আনসার গাজওয়াত–উল–হিন্দের সঙ্গে যুক্ত বলে ধারণা ভারতীয় গোয়েন্দাদের। সন্ত্রাসীদের এই ইউনিটটি কাশ্মীর, হরিয়ানা ও উত্তর প্রদেশজুড়ে বিস্তৃত থাকতে পারে বলে তারা আশঙ্কাও করছে।











