জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন মামলায় চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের পটিয়া রেঞ্জের সাবেক ফরেস্টার সুলতানুল আলম চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। তার বাড়ি বোয়ালখালীর পূর্ব গোমদন্ডী মধ্যম করলডেঙ্গা এলাকায়। বর্তমানে ফেনীর দাগনভূঞ্জায় রেঞ্জ কর্মকর্তা হিসাবে কর্মরত আছেন।
গতকাল বুধবার চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ মিজানুর রহমানের আদালত তাকে কারাগারে পাঠানোর এ আদেশ দেন। দুদক পিপি রেজাউল করিম রনি দৈনিক আজাদীকে বলেন, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের উক্ত মামলায় সুলতানুলের বিরুদ্ধে আজকে (বুধবার) চার্জগঠন হওয়ার কথা ছিল। এ সময় তিনি উপস্থিত ছিলেন এবং জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিন আবেদনটি নাকচ করে দেন। সেই সাথে চার্জগঠনের জন্য নতুন তারিখও নির্ধারণ করেন। আগামী বছরের ২৩ জানুয়ারি চার্জগঠন অনুষ্ঠিত হবে।
আদালতসূত্র জানায়, দুদকে দাখিলকৃত সম্পদ বিবরণীতে ১ লাখ ৬১ হাজার ৬৪৮ টাকার সম্পদ অর্জনের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত ৫১ লাখ ৩৩ হাজার ৮৩৪ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনের অভিযোগে ২০২৩ সালের ১৬ এপ্রিল সুলতানুল আলম চৌধুরীর বিরুদ্ধে মামলাটি দায়ের হয়। দুদক সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম–২ এর তৎকালিন সহকারী পরিচালক মো. আব্দুল মালেক বাদী হয়ে মামলাটি করেন। তদন্ত শেষে চলতি বছরের ১২ মার্চ দুদক সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম–২ এর উপসহকারী পরিচালক মো. সালাহ উদ্দিন সুলতানুলের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। এতে বলা হয়, সুলতানুল দুদকে দাখিলকৃত সম্পদ বিবরণীতে ১ লাখ ৬১ হাজার ৬৪৮ টাকার সম্পদ অর্জনের তথ্য গোপন করেছেন। পাশাপাশি তিনি ৪৭ লাখ ৩৭ হাজার ৬০৫ টাকার সম্পদ অর্জন করে ভোগ দখলে রেখেছেন। যা দুর্নীতি দমন কমিশন আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।








