চট্টগ্রাম মহানগরী এলাকায় সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সামপ্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রেক্ষাপটে সিএমপি কর্তৃপক্ষ বিশেষ এক নিরাপত্তা বলয় তৈরি করেছে। নগরীর প্রবেশমুখগুলোসহ গুরুত্বপূর্ণ এলাকায় চেক পোস্ট স্থাপন করে যানবাহন তল্লাশিসহ পুলিশি টহল জোরদার করা হয়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) যে কোন ধরণের নাশকতাসহ সন্ত্রাসী কর্মকাণ্ড ঠেকাতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
সিএমপির সহকারী পুলিশ কমিশনার (পিআর) আমিনুর রশীদের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, নগরীর গুরুত্বপূর্ণ স্থাপনা, সরকারি অফিস, কেপিআই এলাকা, বন্দর, শপিং মল, আবাসিক এলাকা এবং জনসমাগমস্থলে পুলিশি টহল ও নজরদারি বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি সাদা পোশাকের গোয়েন্দা সদস্যদেরও মাঠে নামানো হয়েছে, যাতে যেকোনো সন্দেহজনক কার্যক্রম দ্রুত শনাক্ত ও প্রতিরোধ করা যায়। তিনি বলেন, আজ সারাদিন পুলিশের প্রতিটি ইউনিট মাঠে ছিল। চেকপোস্ট গুলোর পাশাপাশি টহল পুলিশও বিভিন্ন স্থানে অস্থায়ী চেকপোস্ট করে নজরদারি করেছে। বৃহস্পতিবার শহরের কোথাও যেনো কোন ধরণের নাশকতা কেউ ঘটাতে না পারে সে জন্য পুলিশি তৎপরতা বাড়ানো হয়েছে। সিএমপির একজন শীর্ষ কর্মকর্তা জানান, নগরবাসীর নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। আমরা আধুনিক প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সমন্বয়ে প্রতিটি এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। নগরীর প্রবেশ ও বের হওয়ার প্রধান সড়কগুলোতে চেকপোস্ট স্থাপন এবং রাত্রীকালীন টহল জোরদার করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে যেকোনো সন্দেহজনক ব্যক্তি বা ঘটনার তথ্য নিকটস্থ থানায় বা সিএমপি কন্ট্রোল রুমে জানানোর জন্য বলা হয়েছে।











