চন্দনাইশে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ডেকোরেশন শ্রমিকের মৃত্যু হয়েছে। তার নাম বোরহান উদ্দীন (২৯)। আজ বুধবার সকাল ১০টার দিকে চন্দনাইশ পৌরসভার হারলা নয়াহাট এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়ভাবে জানা যায়, আজ ১২ নভেম্বর (বুধবার) নয়াহাট সংলগ্ন জনৈক মিজান মিস্ত্রির বাড়িতে ডেকোরেশনের শ্রমিক হিসেবে কাজ করছিল বোরহান উদ্দীন। কাজের এক পর্যায়ে বৈদ্যুতিক তারের সাথে লেগে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়।
এ সময় স্থানীয়রা তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চন্দনাইশ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মোঃ সোলাইমান ফারুকী বিষয়টি নিশ্চিত করে জানান, আজ বুধবারই বাদে এশা নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।










