চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দাফেরত পাঁচ যাত্রীর কাছ থেকে ৭০০ গ্রাম সোনা জব্দ করেছে কাস্টমস কর্মকর্তারা।
বুধবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় বিমানবন্দরে জেদ্দাফেরত একটি বিমানে এ ঘটনা ঘটে।
বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, তল্লাশিতে যাত্রীদের ব্যাগ থেকে স্বর্ণ উদ্ধার করা হয়েছে। জেসমিন আক্তারের কাছ থেকে ২০০ গ্রাম স্বর্ণ পাওয়া গেলে তার মধ্যে ১০০ গ্রাম দেওয়া হয়েছে এবং বাকি ১০০ গ্রাম আটক করা হয়েছে।
মো. নাসিরের কাছ থেকে ২৫০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়, যার ১০০ গ্রাম যাত্রীর হাতে তুলে দেওয়া হয়েছে এবং বাকি ১৫০ গ্রাম আটক করা হয়েছে। মোহাম্মদ মাসুম করিম চৌধুরীর কাছ থেকে ৩০০ গ্রাম স্বর্ণ পাওয়া গেলে ১০০ গ্রাম দেওয়া হয় এবং ২০০ গ্রাম বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে রাখা হয়।
কাজী মনোয়ারা বেগমের ২৫০ গ্রাম স্বর্ণের মধ্যে ১০০ গ্রাম যাত্রীকে দেওয়া হয় এবং ১৫০ গ্রাম আটক করা হয়। ইয়াসমিন আক্তারের কাছ থেকে পাওয়া ২০০ গ্রাম স্বর্ণের মধ্যে ১০০ গ্রাম যাত্রীকে দেওয়া হয় এবং বাকি ১০০ গ্রাম আটক করা হয়।
মোট এক কেজি ২০০ গ্রাম স্বর্ণের মধ্যে ৫০০ গ্রাম যাত্রীদের দেওয়া হয়েছে এবং বাকি ৭০০ গ্রাম ডিম করা হয়েছে। যাত্রীদের যথাযথভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।












