ঢাবিতে দেলাওর হোসাইন ও এমদাদুল হক মাইজভাণ্ডারী গবেষণা বৃত্তি প্রদান

| বুধবার , ১২ নভেম্বর, ২০২৫ at ৬:২২ পূর্বাহ্ণ

ঢাবি বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগ এবং দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউট (ডিরি)-এর যৌথ উদ্যোগে সৈয়দ দেলাওর হোসাইন মাইজভাণ্ডারী স্মৃতি বৃত্তি ও সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী গবেষণা বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার ঢাবির কলা ভবনের ৫০৫৪ নম্বর কক্ষে বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের টি এ গাঙ্গুলি লাইব্রেরি অব ওয়ার্ল্ড রিলিজিয়নে বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ঢাবি বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের ১৮ জন কৃতী ছাত্রছাত্রীকে ৫ লাখ ৮০ হাজার টাকার গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করা হয়। এর মধ্যে ২ জন পিএইচ.ডি গবেষক, ১ জন এমফিল গবেষক, ২ জন এম এ রিসার্চ মনোগ্রাফ এবং ১৩ জন শিক্ষার্থীকে এই বৃত্তি দেওয়া হয়। বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আবু সায়েমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাবি উপউপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সিদ্দিকুর রহমান, দর্শন বিভাগের অধ্যাপক ড. শাহ কাউসার মোস্তফা আবুলউলাইয়া এবং দারুল ইরফান রিসার্চ ইন্সটিটিউটের (ডিরি)’র ম্যানেজিং ট্রাস্টি শহাজাদা সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী। উপস্থিত ছিলেন শিক্ষা ও কাউন্সেলিং সাইকোলজি বিভাগের চেয়ারম্যান ড. মো. আজহারুল ইসলাম। শেষে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের হাতে স্মৃতি বৃত্তি ও গবেষণা বৃত্তির চেক তুলে দেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধতরুণীর গোসলের ভিডিও ধারণ করে প্রচার, গ্রেপ্তার ৩
পরবর্তী নিবন্ধফিনলে সাউথ সিটিতে উইন্টার ফেস্ট শুরু