এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নতুন মুখ ডা. নয়ন ভৌমিক

| বুধবার , ১২ নভেম্বর, ২০২৫ at ৬:১৮ পূর্বাহ্ণ

এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের মেডিক্যাল অ্যান্ড রেডিয়েশন অনকোলজি বিভাগের অ্যাটেন্ডিং কনসালটেন্ট হিসেবে যোগ দিয়েছেন ডা. নয়ন ভৌমিক। ডা. নয়ন ভৌমিক একজন দক্ষ ও অভিজ্ঞ অনকোলজিস্ট, যিনি ক্যান্সার রোগের চিকিৎসায় বিশেষজ্ঞ। তিনি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে অনকোলজি বিষয়ে এমডি ডিগ্রি অর্জন করেছেন। ইনপেশেন্ট, আউটপেশেন্ট ও ডেকেয়ার কেমোথেরাপি ইউনিট পরিচালনায় তাঁর অভিজ্ঞতা রয়েছে। পাশাপাশি তিনি আধুনিক রেডিয়েশন থেরাপির বিভিন্ন প্রযুক্তিতে দক্ষ, যার মধ্যে রয়েছে আইএমআরটি, ভিএমএট, থ্রিডিসিআরটি, ইলেকট্রন বিম রেডিওথেরাপি, এসআরএস/এসআরটি, এসবিআরটি/এসএবিআর, ডিআইবিএইচ এবং ব্রাকিথেরাপি। এভারকেয়ারে যোগদানের আগে ডা. নয়ন ভৌমিক ২০২৩ সালের মার্চ থেকে ২০২৪ সালের অক্টোবর পর্যন্ত খাজা ইউনুস আলী ক্যান্সার সেন্টারে সহকারী অধ্যাপক হিসেবে এবং ২০২৪ সালের অক্টোবর থেকে ২০২৫ সাল পর্যন্ত সিএমওএসএইচ ক্যান্সার সেন্টার, আগ্রাবাদে একই পদে কর্মরত ছিলেন। কেমোথেরাপি, রেডিয়েশন থেরাপি ও ইমিউনোথেরাপির ফলে সৃষ্টঅনকোলজিকাল জরুরি পরিস্থিতি ও চিকিৎসাজনিত জটিলতামোকাবিলায়ও তাঁর রয়েছে বিশেষ দক্ষতা। তিনি বাংলাদেশ সোসাইটি অব রেডিয়েশন অনকোলজি (বিএসআরও) এবং ইএসমও অনকোলজি ক্লাবের একজন সদস্য। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদুই শতাধিক নারী ও শিশুদের মাঝে পোশাক বিতরণ
পরবর্তী নিবন্ধমোস্তফা হাকিম ব্লাড ব্যাংকে ওরিয়েন্টেশন ও মোটিভেশনাল সেমিনার