সন্ধে হলে

টি এইচ মাহির | বুধবার , ১২ নভেম্বর, ২০২৫ at ৬:১২ পূর্বাহ্ণ

সন্ধে হলেই ওই ঝোপেতে

চেঁচায় শেয়ালদল,

অপর ঝোপে দলবল নিয়ে

হাঁকে আরেকদল।

আঁধার নিয়ে সূর্য নামে

কর্ণফুলীর জলে,

শেয়াল ডাকে আঁধার হলে

কাঁটা ঝোপের তলে।

পূর্ববর্তী নিবন্ধদৃষ্টি নোবেল বিজ্ঞান বক্তৃতা ১৬ নভেম্বর
পরবর্তী নিবন্ধদেশের ছবি