ভোরের আলো লাগছে ভালো বইছে বাতাস ফিনফিন
চারপাশে কী শান্ত সতেজ নীরবতা পিনপিন
ছোট্ট নদী ঢেউ তুলে তার যাচ্ছ বয়ে কল কল
সূর্যিওঠা আলোর আভায় হাসছে যেনো খলখল
উঠোনটাতে শিউলিতলায় শিউলি ঝরে ঝর ঝর
এমন সময় আমার কি আর লাগতে পারে জ্বর জ্বর
ইচ্ছে করে বাইরে যেতে মন করে কী ফড়ফড়
বাবা বলেন এইযে খোকা বই খুলে তুই পড় পড়
কিনতু আমার বসছে না মন তাই করি যে ঘুর ঘুর
এখন তো আর বৃষ্টিও নেই মেঘ ঢাকে না গুড় গুড়
সেই খুশিতে সত্যি আমার করছে দু’চোখ ছলছল
মন বলে ভাই আর পড়া নয়, অন্য কোথাও চল চল
তাই তো আমার এ’মনখানি কেমন নাচে ধিন ধিন
সবিস্ময়ে পায়রা হয়ে যাই উড়ে যাই দিন দিন ।






