এফসিআর এক্সপার্ট ডায়মন্ড এক্সট্রা পাওয়ারের আনুষ্ঠানিক যাত্রা শুরু

| বুধবার , ১২ নভেম্বর, ২০২৫ at ৬:০৮ পূর্বাহ্ণ

নির্মাণে ঢালাইয়ের কাজ আরো কার্যকর ও সহজ করার জন্য ডায়মন্ড সিমেন্ট লিমিটেড বাজারে নিয়ে এলো বাংলাদেশের প্রথম এফসিআর এক্সপার্ট সিমেন্ট ব্র্যান্ড ডায়মন্ড এক্সট্রা পাওয়ার। আর ক্যাটাগরির র‌্যাপিড হার্ডেনিং এই সিমেন্টটা দ্রুত শক্তি অর্জনে বিশেষ কার্যকর। বাজারজাতকরণের উদ্দেশে ডায়মন্ড সিমেন্ট কার্যালয়ে কেক কেটে সিমেন্টের আনুষ্ঠানিক যাত্রা শুরুর ঘোষণা দেয়া হয়।

ডায়মন্ড সিমেন্টের জিএম (সেলস) আব্দুর রহিমের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন, ডায়মন্ড সিমেন্টের পরিচালক আব্দুল্লাহ আল ফরহাদ, ফরচুন নেভিগেশনের পরিচালক আব্দুল্লাহ আল মামুন, ডিসিএল ব্লকের ম্যানেজিং পার্টনার আব্দুল্লাহ আল জুনায়েদ, ডায়মন্ড সিমেন্টের পরিচালক (ফিন্যান্স) এবিএম কামাল উদ্দীন।

বক্তারা বাংলাদেশের নির্মাণ শিল্পের উন্নতিতে ডায়মন্ড সিমেন্টের অবদানের কথা উল্লেখ করে ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখার প্র্যত্যয় ব্যক্ত করেন।

এসময় উপস্থিত ছিলেন জিএম (একাউন্টস) মনির হোসেন, ডিজিএম (সেলস) কামরুজ্জামান, ডিজিএম (অডিট) মোস্তাফিজুর রহমান, এজিএম (এডমিন) হারুনুর রশীদ, এজিএম (ব্র্যান্ড) মো. আমান উল্লাহ চৌধুরী, সিনিয়র ম্যানেজার ইশতিয়াক রায়হান মাহমুদ, এম এ মোতালেব, ম্যানেজার মোশারফ হোসেনসহ অন্যান্য কর্মককর্তাবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাষ্ট্র মেরামতে অংশ নিন ধানের শীষে ভোট দিন
পরবর্তী নিবন্ধজলাবদ্ধতা কমানোর স্বীকৃতি পেলেন মেয়র ডা. শাহাদাত