সেমিতে চট্টগ্রাম হেরে গেল দিনাজপুরের কাছে

জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ

ক্রীড়া প্রতিবেদক | বুধবার , ১২ নভেম্বর, ২০২৫ at ৬:০৩ পূর্বাহ্ণ

টানা দুইবার জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার স্বপ্ন পূরন হলো না চট্টগ্রামের। গতকাল মঙ্গলবার চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে প্রথম গোল করেও চট্টগ্রামকে হারতে হয়েছে দিনাজপুর জেলা দলের কাছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন আয়োজিত তারুণ্যের উৎসব জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে দিনাজপুর ৩২ গোলে চট্টগ্রামকে পরাজিত করে ফাইনালে উঠে যায়। গতকাল মঙ্গলবার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত সেমিফাইনাল খেলায় দিনাজপুরের পক্ষে মিলন ইসলাম একাই ২ গোল করেন। তাদের হয়ে অপর গোলটি করেন দিনাজপুরের অধিনায়ক সাগর মোহান্ত। চট্টগ্রামের হয়ে গোল করেন জাহেদুল আলম ও মোহাম্মদ আকতারুজ্জামান।

খেলার শুরু থেকেই দুই সেমিফাইনালিষ্ট দল গুছিয়ে খেলা শুরু করে। তাদের আক্রমণ প্রতি আক্রমণে খেলা প্রাণবন্ত হয়ে উঠে। এরমধ্যে ৫ম মিনিটেই চট্টগ্রাম এগিয়ে যেতে সমর্থ হয়। জাহেদুল আলমের গোল করে দু’দলের ব্যবধান রচনা করে দেয়। রোমানের নিপুন কর্নার থেকে দুর্দান্ত হেডে জালের ঠিকানা খুঁজে পান জাহেদুল ()। ৪৩ মিনিটে ব্যবধান দ্বিগুন করার সুযোগ হাতছাড়া করে চট্টগ্রাম। এ সময় সাইফুর রহমান আসিফের জোরালো শট দিনাজপুরের কিপার মাসুদ রানা ফিরিয়ে দেন। তা থেকে জাহেদুল আলম বল আয়ত্বে নেন। আয়ত্বে নিয়েই তিনি শট নেন। দুর্ভাগ্য চট্টগ্রামের। বল ক্রসবার ঘেঁষে চলে যায়। এদিকে প্রথমার্ধে যোগ করা অতিরিক্ত দুই মিনিট সময়ের প্রথম দিকেই খেলায় সমতা নিয়ে আসে দিনাজপুর জেলা। ফাঁকায় ডানপ্রান্তে বল পেয়ে আগুয়ান চট্টগ্রামের কিপার নেছারুল ইসলাম হিরুর মাথার উপর দিয়ে বুদ্ধিমত্তার সাথে বল জালে প্লেস করেন দিনাজপুরের মিলন ইসলাম ()। খুবই চটপটে এ স্ট্রাইকার চট্টগ্রামের ডিফেন্স লাইনের ব্যর্থতা কাজে লাগিয়ে গোল করতে সক্ষম হয়। এ গোল থেকে উজ্জীবিত হয়ে দ্বিতীয়ার্ধে খেলতে নামে দিনাজপুর দল। ৫৮ মিনিটে গোলবঞ্চিত হয় চট্টগ্রাম। আসিফের অ্যাসিস্ট থেকে জাহেদুলের শট একজন ডিফেন্ডারের গায়ে লেগে বাইরে যায়, এরপর দিপুর কর্নার থেকে আখতারের বিপজ্জনক হেড জালের ঠিকানা খুঁজে পায়নি।

৬৪ মিনিটে বামপ্রান্ত দিয়ে মিলন ইসলাম চট্টগ্রামের আখতারকে ডজ দিয়ে গোলমুখে সেন্টার করেন। ফাঁকায় ছিলেন দিনাজপুর অধিনায়ক সাগর মোহন্ত। তড়িৎগতিতে মাথা ছুঁইয়ে তিনি চট্টগ্রামের কিপারকে পরাভূত করেন ()। ৬৭ মিনিটে কর্নারের বিনিময়ে সাগরের শট রক্ষা করেন চট্টগ্রামের গোলকিপার নেছারুল। পরের মুহূর্তে ফাঁকায় থেকেও তানভির বাইরে বল পাঠালে ব্যবধান কমানো হয়নি চট্টগ্রামের। ৭৩ মিনিটে বামপ্রান্ত দিয়ে ঢুকে মিলন ইসলাম শট করলে বল কিপার হিরুর হাতে ও পরে ডিফেন্ডারদের পায়ে লেগে জাল স্পর্শ করে। তাতে উল্লাসে মেতে উঠে দিনাজপুরের খেলোয়াড় ও কর্মকর্তারা ()। ৮৫ মিনিটে বক্সে থাকা জাহেদুলের শট বাইরের উপর দিয়ে যায়। ৮৬ মিনিটে চট্টগ্রাম ১টি গোল শোধ দিতে পারে। ডানদিক থেকে আক্রমণের সূচনা করে চট্টগ্রাম। বদলি সুমনের পা ঘুরে বল যায় জাহেদুলের কাছে। জাহেদুল স্কোয়ার পাস করেন গোলমুখে। আকতার বল পেয়ে ঠেলে দেন জালে ()। বাকি সময় এবং যোগ করা অতিরিক্ত ৬ মিনিটে দিনাজপুরের সতর্ক অবস্থানে থাকে। ফলে চট্টগ্রামের মরিয়া আক্রমণও আর কোন কাজে আসেনি। গতকাল ম্যাচ সেরার পুরস্কার লাভ করেন দিনাজপুরের মিলন ইসলাম। চট্টগ্রাম আগামী ১৪ নভেম্বর একই ভেন্যুতে দ্বিতীয় সেমিফাইনালের বিজিত দলের সাথে তৃতীয় স্থান নির্ধারণী খেলায় অংশ নেবে।

পূর্ববর্তী নিবন্ধসিলেটে ৩০০ রান খুব বেশি না ক্যাচ মিস পার্ট অব দ্য গেম
পরবর্তী নিবন্ধমা ও শিশু হাসপাতাল নার্সিং ইনস্টিটিউট ও নার্সিং কলেজে শিরাবরণ এবং শপথ গ্রহণ