রাজশাহীকে হারিয়ে টানা তৃতীয় জয় পেল চট্টগ্রাম

নারী টি-২০ জাতীয় ক্রিকেট লিগ

ক্রীড়া প্রতিবেদক  | বুধবার , ১২ নভেম্বর, ২০২৫ at ৬:০১ পূর্বাহ্ণ

নারী টি২০ জাতীয় ক্রিকেট লিগে টানা তৃতীয় জয় পেয়েছে চট্টগ্রাম বিভাগ। গতকাল মঙ্গলবার সাভারের বিকেএসপি মাঠে অনুষ্ঠিত নিজেদের তৃতীয় ম্যাচে রাজশাহী বিভাগকে ৬ উইকেটে পরাজিত করে চট্টগ্রাম বিভাগ। এর আগে চট্টগ্রাম ঢাকা এবং বরিশাল বিভাগকে হারিয়েছিল। গতকাল টসে জিতে রাজশাহীর অধিনায়ক রিতু মনি প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ২০ ওভার খেলে রাজশাহী ৫ উইকেট হারিয়ে ১০৪ রান সংগ্রহ করে। দলীয় ওপেনার মোসাম্মত ইভা ৪৭ বলে সর্বোচ্চ ৪৫ রান করেন। ৪টি চার ছিল তার ইনিংসে। অধিনায়ক রিতু মনি ২৪ বলে ২টি চারের সাহায্যে ১৬ রান করেন। সুমাইয়া আকতার ২১ বলে ১৮ এবং আয়েশা আকতার ৭ বলে ১২ রান করে অপরাজিত থাকেন। চট্টগ্রামের বিভাগের ফাতেমা জাহান সোনিয়া ৪ ওভার বল করে ১০ রান দিয়ে ২টি উইকেট লাভ করেন। এছাড়া হাবিবা পিংকি, মুমতা হেনা এবং মেহেরুন জয়া প্রত্যেকেই ১টি করে উইকেট তুলে নেন। জবাব দিতে নেমে চট্টগ্রাম বিভাগ ১৮.৪ বল খেলে ৪ উইকেট হারিয়ে ১০৫ রান তুলে নেয়। চট্টগ্রামের উদ্বোধনী জুটি দলীয় ৩২ রানে বিচ্ছিন্ন হন। ওপেনার রাবেয়া ঝিলিক ২৩ বলে ২০ রান করেন। একা মল্লিক ৩০ বল খেলে সংগ্রহ করেন ১৩ রান। অন্যদের মধ্যে তাজ নেহারের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ২৮ রান। ২৪ বল খেলে ৪টি চার হাঁকান তিনি। অধিনায়ক ফাহিমা খাতুন ১৭ বল খেলে ১৭ রানে অপরাজিত থাকেন। সানদিহা আশা ১২ বলে ১২ রান করেন। হাবিবা পিংকি অপরাজিত থাকেন ৬ বলে ৮ রান করে। অতিরিক্ত থেকে আসে ৭ রান। রাজশাহী বিভাগের ববি খাতুন,আনিসা শোভা এবং রাবেয়া খাতুন প্রত্যেকে ১টি করে উইকেট পান। বিজয়ী চট্টগ্রাম দলের ফাতেমা জাহান সোনিয়া ম্যাচ সেরার পুরস্কার লাভ করেন। আজ চট্টগ্রাম তাদের চতুর্থ খেলায় রংপুরের মোকাবেলা করবে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামকে হারিয়ে শীর্ষে খুলনা নাইমের ৫ উইকেট
পরবর্তী নিবন্ধপটিয়ায় ডাইনামিক ইলেভেনের ফুটবল টুর্নামেন্টে গোল্ডেন স্পার্টান্স চ্যাম্পিয়ন