যদি বৃষ্টি নামে

ইসমত আরা কোহিনূর | বুধবার , ১২ নভেম্বর, ২০২৫ at ৫:৪৪ পূর্বাহ্ণ

যদি বৃষ্টি নামে তোমার ছোট্ট

নিকোনো উঠোন জুড়ে

তাকে বলে দিও আমি নিঃশেষ

তোমার অনল দহনে পুড়ে!

যদি মাঘের ভোরে কনকনে হাওয়া

কাঁপন তোলে হাড়ে,

তাকে বলে দিও আমি জমাট বেঁধে

ঘুমিয়ে আছি সেই পৌষের কোলে!

যদি জ্যোৎস্নার আলোর প্লাবন আসে

ভরা পূর্ণিমা রাতে

তাকে বলে দিও, আমি ঘুমিয়ে আছি

অমাবস্যার প্রাতে

যদি চৈত্র দিনের কাটফাটা রোদে

হয় চৌচির মাঠ প্রান্তর

তাকে বলে দিও আজো বেঁচে আছি আমি

ভাবলেশহীন অন্তর ..

যদি স্তব্ধ হয় এই পৃথিবীর

সরব পথচলা

তাকে বলে দিও অপেক্ষায় রবো

আমার বিয়োগ বেলা

পূর্ববর্তী নিবন্ধচলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধে পদক্ষেপ নেয়া হোক
পরবর্তী নিবন্ধপরিবর্তন দরকার