জীবনের আসল পরিচয়

মিতা দাশ | বুধবার , ১২ নভেম্বর, ২০২৫ at ৫:৪৬ পূর্বাহ্ণ

মানুষের জীবনে কঠিন সময় আসে কিন্তু তা এই জন্য আসে না যে, আপনি হার মেনে নেবেন। কঠিন সময় আসে ভবিষ্যত নির্মাণের জন্য নিজেকে তৈরি করতে পারবেন তার জন্য। কঠিন সময়ে যদি দৃঢ় থাকতে পারেন বটবৃক্ষের মতো তাহলে আপনি নিজের অস্তিত্ব গড়ে তুলতে পারবেন শক্ত ভাবে। এই সংসারে গাড়ি, বাড়ি, টাকা, ধনসম্পদ কিছুই কারো সাথে যায় না বা মর্যাদা তৈরি করে না। সম্মান মর্যাদা সব তৈরি করে মানুষের কর্ম।

কোন ঋতু চিরকাল থাকে না, কোন পদ কারো চিরকাল থাকে না। কোন সময় সবার একিই রকম চিরকাল থাকে না। আজ যা আপনার আগামীকাল তা অন্যের। পরিবর্তনশীল এই পৃথিবীতে পরিবর্তনকে মেনে নিতে হবে সুন্দরভাবে। খেয়াল করুন কখন মানুষ হিংসা করে? যখন দেখে নিজের থেকেও বেশি গুণ আপনার কাছে আছে। হতাশ হওয়া যাবে না, মনে রাখতে হবে প্রতিটি খারাপ সময়, অন্ধকারের পর আলো আসে। যে আপনাকে কষ্ট দিয়েছে সে মানুষ চিনতে সাহায্য করেছে। পেছনে লেগে থাকার, বিপদে ফেলার, নিন্দা করার লোক অনেক থাকবে। কিন্তু ভালোবাসার, প্রশংসা করার, সাহায্য করার লোক খুঁজে পাবেন না।

পূর্ববর্তী নিবন্ধপরিবর্তন দরকার
পরবর্তী নিবন্ধসুসন্তান শুধু পরিবারের নয় জাতীয় সম্পদ