৪৯তম বিশেষ বিসিএস : ৬৬৮ জনকে নিয়োগের সুপারিশ

| বুধবার , ১২ নভেম্বর, ২০২৫ at ৫:১১ পূর্বাহ্ণ

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে নিয়োগে ৬৬৮ জনকে উত্তীর্ণ করে ৪৯তম বিশেষ বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশনপিএসসি। গতকাল মঙ্গলবার রাতে পিএসসির ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়। কমিশনের জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান বলেন, ৬৮৩ শিক্ষা ক্যাডারের পদে নিয়োগের জন্য এ বিসিএসে ৬৬৮ জনকে সাময়িকভাবে মনোনয়ন দেওয়া হয়েছে। গত ১৯ অক্টোবর এ বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ ১ হাজার ২১৯ প্রার্থীর ভাইভা ২ নভেম্বর থেকে ৯ নভেম্বর পর্যন্ত চলে। তার আগে গত ১০ অক্টোবর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকার ১৮৪টি কেন্দ্রে ৩ লাখ ১২ হাজারের বেশি প্রার্থী এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষায় বসেন। খবর বিডিনিউজের।

সরকারি সাধারণ কলেজগুলোর জন্য ৬৫৩ জন এবং সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজগুলোর জন্য ৩০ জন শিক্ষক নিয়োগ দিতে গত ২১ জুলাই ৪৯তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।

পূর্ববর্তী নিবন্ধপাহাড়তলী-খাতুনগঞ্জে চাল ও পেঁয়াজের আড়তে অভিযান
পরবর্তী নিবন্ধফটিকছড়িতে বনকর্মীদের ওপর হামলার পর অবৈধ দখল উচ্ছেদ