নিজের বিশ্বকাপ টিকেট সামর্থ্যহীন তরুণীকে দেবেন মেক্সিকোর প্রেসিডেন্ট

| বুধবার , ১২ নভেম্বর, ২০২৫ at ৫:৫৭ পূর্বাহ্ণ

নিজ দেশে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ; কিন্তু ম্যাচটা দেখার আগ্রহ নেই মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউমের। মেক্সিকো সিটিতে অনুষ্ঠেয় ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান ও ম্যাচের টিকেটটি বরং তিনি উপহার দিতে চান এমন এক তরুণীকে, যিনি ফুটবল ভালোবাসেন, কিন্তু অর্থ খরচ করে দেখার সামর্থ্য নেই। উত্তর আমেরিকার দেশটির প্রথম নারী প্রেসিডেন্ট এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। ‘আমি একটি সিদ্ধান্ত নিয়েছি। উদ্বোধনী অনুষ্ঠানের টিকেটটি এমন এক মেয়ে বা তরুণীকে দেব, যার পক্ষে স্টেডিয়ামে উপস্থিত থাকা সম্ভব নয়; কিন্তু ফুটবলকে ভালোবাসে।’ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর মেক্সিকো সফরের সময় গত অগাস্টেই তিনি জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্রকানাডামেক্সিকোতে যৌথভাবে আয়োজিত বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের টিকেটটি ব্যবহার করবেন না। এবার জানালেন, জুনের ১১ তারিখে অনুষ্ঠিতব্য সেই ম্যাচের ‘০০০০১ নম্বর’ টিকেটটি উপহার দেবেন কোনো তরুণী ভক্তকে। ‘টিকেটটি কাকে দেওয়া হবে তা বেছে নেওয়ার প্রক্রিয়া আমরা ঠিক করছি, তবে ০০০০১ নম্বরের টিকেটটি আমরা একজন মেয়েকে দেব, যেন সে ফুটবল নিয়ে স্বপ্ন দেখতে পারে।’

পূর্ববর্তী নিবন্ধসিসিএস মেয়র চ্যালেঞ্জ কাপ ফুটবলের খেলা ১৬ নভেম্বর পুনরায় শুরু
পরবর্তী নিবন্ধহামজা-শোমিতদের নেপাল ম্যাচে খেলাতে চান বাংলাদেশ কোচ