কালুরঘাট সেতুতে চলন্ত ট্রেন থেকে পড়ে রেল কর্মকর্তা আহত

আজাদী প্রতিবেদন | বুধবার , ১২ নভেম্বর, ২০২৫ at ৫:০৯ পূর্বাহ্ণ

কালুরঘাট সেতুতে চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে ইকবাল হোসেন নামে রেলওয়ের এক কর্মকর্তা আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুরে কালুরঘাট সেতুর পূর্ব প্রান্তে এ দুর্ঘটনা ঘটে। ইকবাল লাকসাম স্টেশনের স্টেশন মাস্টার। ট্রেনের গার্ড রেকে করে কক্সবাজার যাচ্ছিলেন।

রেলওয়ে সূত্রে জানা গেছে, ইকবাল মাথায় ও শরীরের অন্যান্য কয়েকটি স্থানে আঘাত পেয়েছেন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।

জান আলী হাট স্টেশনের মাস্টার নেজাম উদ্দিন সাংবাদিকদের বলেন, ইকবাল হোসেন ট্রেনের সবচেয়ে পেছনের গার্ড থাকার বগিতে করে কঙবাজার যাচ্ছিলেন। কালুরঘাট সেতুতে ট্রেন ওঠার পর তিনি দরজায় দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ তিনি ট্রেন থেকে পড়ে যান। সেতুতে ট্রেনের গতিবেগ খুবই কম ছিল এবং সবার পেছনের বগি থেকে পড়ায় আঘাত কম পেয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধরাউজানে হত্যাকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনার অনুরোধ গিয়াস কাদেরের
পরবর্তী নিবন্ধস্থায়ী হলেন হাই কোর্টের ২২ বিচারক