শ্রমিকদের দাবি আদায়ে বিএনপি নিরলসভাবে কাজ করে যাচ্ছে

পোর্ট কলোনিতে উঠান বৈঠকে ইসরাফিল খসরু

| মঙ্গলবার , ১১ নভেম্বর, ২০২৫ at ৫:৩৩ পূর্বাহ্ণ

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ইসরাফিল খসরু সদরঘাটে ৩০ নম্বর ওয়ার্ড ঘাট ও গুদাম শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বলেছেন, বিএনপি গণমানুষের দল। মেহনতি মানুষের দাবি আদায়ে বিএনপি সবসময় শ্রমিকদের পাশে ছিল, তাদের জন্য নিরলসভাবে কাজ করে গেছেন। ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় এলে শ্রমিকদের দাবির ব্যাপারে সর্বোচ্চ গুরুত্ব দিবে।

শ্রমিক দল নেতা সাজ্জাদ হোসেন সাজুর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় শ্রমিকদল নেতা শেখ নুরুল্লাহ বাহার, মহানগর বিএনপির সদস্য মোহাম্মদ সালাউদ্দিন, মশিউল আলম স্বপন, ইব্রাহিম হোসেন ফরাজী, কাউসার হোসেন বাবু, খোরশেদ আলম। আরো বক্তব্য রাখেন ওয়ার্ড বিএনপির আহ্বায়ক আজিজুল ইসলাম বাদল, সদস্য সচিব তসলিমুর রহমান প্রমুখ।

পরে ইসরাফিল খসরু পোর্টলোনিতে নির্বাচন উঠোন বৈঠকে বক্তব্য রাখেন। ৩৭ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দিন সাবুর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় শ্রমিক দল নেতা শেখ নুরুল্লাহ বাহার, বিএনপি নেতা ইসমাইল খান, শ্রমিক দল নেতা হুমায়ুন কবির, বিএনপিও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনজুমিঞাহাট এ কে সিদ্দিকী বালিকা বিদ্যালয়ে লায়ন্স ক্লাব কর্ণফুলীর বই হস্তান্তর
পরবর্তী নিবন্ধদেশ ও জাতির স্বার্থ অক্ষুণ্ন রাখতে ধানের শীষকে বিজয়ী করতে হবে