কক্সবাজারের রামু উপজেলার হিমছড়ি উপকূলে সাগরে মাছ ধরতে গিয়ে নৌকা উল্টে নিখোঁজ হওয়া এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের পেঁচারদ্বীপ এলাকার সৈকতে মরদেহটি ভেসে আসে বলে জানিয়েছেন রামু থানার ওসি মুহাম্মদ আরিফ হোছাইন। নিহত জেলের নাম জাহেদ আলম (২৬)। তিনি পেঁচারদ্বীপের মীর কাসেমের ছেলে।
স্থানীয়দের বরাতে ওসি বলেন, গত শনিবার (৮ নভেম্বর) বিকেলে রামুর পেঁচারদ্বীপ দিয়ে জাহেদ আলমসহ স্থানীয় ৩ জেলে ছোট একটি নৌকা যোগে সাগরে মাছ ধরতে যায়। ওইদিন মধ্যরাতে মাছ ধরে ফেরার পথে সাগরের উত্তাল ঢেউয়ের আঘাতে নৌকাটি উল্টে যায়। এতে নৌকার মাঝি আব্দুল মাবুদ ও জেলে এহসানুল হক কূলে ফিরে আসতে সক্ষম হলেও জাহেদ আলম নিখোঁজ ছিলো। পরে স্বজনরা সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি করেও সন্ধান পায়নি।
সোমবার সকালে রামুর পেঁচারদ্বীপ সৈকতে একটি মৃতদেহ ভেসে আসতে দেখে স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে স্থানীয়দের সহায়তায় মৃতদেহটি উদ্ধার করা হয়। ওসি জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। পরে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।












