নেভী অ্যাংকরেজ স্কুল এন্ড কলেজের কারাতে বেল্ট ও সনদ প্রদান অনুষ্ঠান

| মঙ্গলবার , ১১ নভেম্বর, ২০২৫ at ৫:১৯ পূর্বাহ্ণ

বেশ কয়েক বছর ধরে নেভী অ্যাংকরেজ স্কুল এন্ড কলেজে শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি কারাতে প্রশিক্ষণ দিয়ে আসছে স্কুল কর্তৃপক্ষ। তারই ধারাবাহিকতায় ২০২৫ সেশনের কারাতে পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের গত ১০ নভেম্বর সোমবার কারাতে বেল্ট ও সনদ প্রদান করা হয়। গত ৩১ অক্টোবর ও ১ নভেম্বর বিকেএফকেএস আন্তঃ স্কুল কারাতে প্রতিযোগিতায় নেভী স্কুল এন্ড কলেজ চট্টগ্রাম হতে ৯ জন কারাতে শিক্ষার্থী অংশগ্রহণ করে ৬ জন তাম্র ও ১ জন রৌপ্যপদক অর্জন করায় বিজয়ীদের সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের প্রিন্সিপাল বি এন কমান্ডার জাকারিয়া পারভেজ, স্কুলের চীফ কারাতে কোচ শিহান এ বি রনি’র সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোঅর্ডিনেটর আফরোজা বেগম (সিনিয়র সেকশন), কোঅর্ডিনেটর মুনতাহা ইয়াসমিন (প্রাইমারি সেকশন), কলেজ কোঅর্ডিনেটর ফারহানা নাজনীন, কারাতে কোঅর্ডিনেটর ও স্কুলের সহকারী শিক্ষক শিবলু দেব, স্কুলের সহকারী কারাতে কোচ ও জাতীয় পদক বিজয়ী সেনসি উষা হ্লা মারমা।

পূর্ববর্তী নিবন্ধট্রাম্প বিতর্কে শীর্ষ ২ কর্মকর্তার পদত্যাগের পর ক্ষমা চাইতে পারে বিবিসি
পরবর্তী নিবন্ধটেস্ট ক্রিকেটে বাংলাদেশের ২৫ বছর