সাতকানিয়ায় টেক্সির পেছনে বাসের ধাক্কা, একজনের মৃত্যু

সাতকানিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ১১ নভেম্বর, ২০২৫ at ৫:০২ পূর্বাহ্ণ

সাতকানিয়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজি টেঙিতে থাকা এক যাত্রী নিহত হয়েছেন। গতকাল সোমবার দুপুরে চট্টগ্রামকঙবাজার মহাসড়কের সাতকানিয়া অংশের মৌলভীর দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দেলোয়ান হোসেন (৪২) চট্টগ্রাম নগরীর রাহাত্তারপুল এলাকার আবুল হাশেমের পুত্র। পুলিশ ও এলাকাবাসী জানান, দুপুরে সাতকানিয়ার মৌলভীর দোকান এলাকায় কঙবাজারমুখী একটি সিএনজি টেঙিকে একইমুখী একটি যাত্রীবাহী বাস পেছন দিকে ধাক্কা দেয়। এ সময় টেঙিটি দুমড়েমুচড়ে যায় এবং টেঙির যাত্রী দেলোয়ার হোসেন ঘটনাস্থলে মারা যায়। দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মাহাবুব আলম বলেন, নিহত দেলোয়ারের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছিল। পরে স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে। ঘাতক বাস ও টেঙি জব্দ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধ‘সাহিত্যের মিত্র যদি হয় মনুষ্যত্ব…শত্রু হচ্ছে অমানবিকতা’
পরবর্তী নিবন্ধসাংবাদিক জামাল উদ্দিনের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ