সীতাকুণ্ড বাড়বকুণ্ডের নুরুল হুদা প্রকাশ আব্দুল গফুর খুনের মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড, ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড ও অনাদায়ে আরো ১ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। তারা হলেন মো. আরিফুল ইসলাম, জান মোহাম্মদ, নূর হাদীস ও শহিদুল ইসলাম। মামলার আরেক আসামি মো. আজাদকে ৭ বছরের কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়।
গতকাল চট্টগ্রামের ৫ম অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক সাউদ হাসান এ রায় ঘোষণা করেন। এ সময় দণ্ডপ্রাপ্ত মো. আরিফুল ইসলাম কাঠগড়ায় হাজির ছিলেন না। তিনি পলাতক। তার বিরুদ্ধে সাজা পরোয়ানা ইস্যু করা হয়। বাকীরা কাঠগড়ায় হাজির ছিলেন।
আদালতের বেঞ্চ সহকারী আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, দণ্ডপ্রাপ্তরা ছাড়াও এ মামলায় আরো ৭ জন আসামি রয়েছেন। তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হয়নি। যার কারণে বিচারক তাদের খালাস দিয়েছেন।
২০১৫ সালের ৪ জুলাই বাড়বকুণ্ডের দক্ষিণ–পশ্চিম নড়ালিয়া বেড়িবাঁধ এলাকায় নুরুল হুদা প্রকাশ আব্দুল গফুর খুনের ঘটনাটি ঘটে। জমি–জমার বিরোধের জেরে দা, কিরিচ, লোহার রডসহ নানা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তাকে খুন করা হয়। এ ঘটনায় তার ভাতিজা সালাউদ্দিন বাদী হয়ে সীতাকুণ্ড থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে মামলার তদন্ত কর্মকর্তা আদালতে চার্জশিট দাখিল করলে বিচারিক আদালত আসামিদের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন।












