নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে ঢাকার রাজপথে ঘোষিত কর্মসূচি কঠোরভাবে দমন করার হুঁশিয়ারি দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। জুলাই বিপ্লবীদের ‘ধৈর্যের পরীক্ষা না নেওয়ার’ আহ্বান জানিয়ে গতকাল সোমবার এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, এটা ২০০৬ সালের ২৮ অক্টোবর নয়, এটা নতুন বাংলাদেশ। খবর বিডিনিউজের।
২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকায় আওয়ামী লীগের লগি–বৈঠা আন্দোলন জামায়াতকর্মীদের সঙ্গে সংঘাতের প্রসঙ্গ টেনে শফিকুল আলম বলেন, বিএএল, তাদের সহযোগী এবং তাদের গণহত্যাকারী নেতারা মনে করছেন যেন আবারও ২০০৬ সালের ২৮ অক্টোবর ফিরে এসেছে। তারা কল্পনা করছে দিবালোকে এক ডজন মানুষ হত্যার পর হাজার হাজার গুণ্ডা নিয়ে মধ্য ঢাকার রাস্তায় দখল নেওয়ার দৃশ্য। কিন্তু দুঃখিত, এটা এখন একটি নতুন বাংলাদেশ। নিষিদ্ধ রাজনৈতিক বা সন্ত্রাসী সংগঠনগুলোর যে কোনো সমাবেশের প্রচেষ্টাই আইনের পূর্ণশক্তির মুখোমুখি হবে। আওয়ামী লীগের উদ্দেশে শফিকুল আলম বলেন, জুলাইয়ের বিপ্লবীদের ধৈর্য্যের পরীক্ষা নেবেন না। আর মনে রাখবেন, এটা ২০০৬ সালের ২৮ অক্টোবর নয়, এটা জুলাই, চিরকালের জন্য।












