দিল্লির লালকেল্লার কাছে ‘গাড়িবোমা’ বিস্ফোরণ, নিহত ৮

| মঙ্গলবার , ১১ নভেম্বর, ২০২৫ at ৪:৪৮ পূর্বাহ্ণ

ভারতের দিল্লির ঐতিহাসিক লালকেল্লার কাছে পার্ক করা একটি গাড়িতে ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ বিস্ফোরণে কমপক্ষে আটজন নিহত হয়েছেন ও আরও ২৪ জন আহত হয়েছেন। গতকাল সোমবার স্থানীয় সময় সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে পার্ক করা একটি গাড়িতে এ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর আশপাশের তিন থেকে চারটি গাড়িতেও আগুন ধরে যায়। খবর বাংলানিউজের।

দিল্লি ফায়ার সার্ভিস (ডিএফএস) বলছে, বিস্ফোরণের খবর পাওয়ার পরপরই একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি। দিল্লি পুলিশ জানায়, এটি ছিল একটি শক্তিশালী বিস্ফোরণ। পুলিশ পুরো এলাকাটি ঘিরে রেখেছে, যেখানে সারাবছরই পর্যটকদের ভিড় থাকে। ঘটনাস্থলে বোমা নিষ্‌ক্িরয়কারী দল, ফরেনসিক বিশেষজ্ঞ ও গোয়েন্দা কর্মকর্তারা পৌঁছেছেন।

দিল্লির ঐতিহাসিক লালকেল্লা যা লাল কিল্লা নামেও পরিচিত, জাতীয় রাজধানীর জনাকীর্ণ পুরাতন দিল্লি এলাকায় অবস্থিত। এটি দিল্লির অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজার সৈকতের ভাঙন রোধে ৬২৪ কোটি টাকার প্রকল্প
পরবর্তী নিবন্ধগণভোট নিয়ে আইন দেখালে ছাব্বিশে নির্বাচন হয় কীভাবে, প্রশ্ন জামায়াতের