প্রাথমিক বিদ্যালয়ে শারীরিক শিক্ষা ও সংগীত শিক্ষকের পদ বাতিল করে জারি করা প্রজ্ঞাপন কেন অবৈধ নয়, তা জানতে চেয়েছে হাই কোর্ট। এ সংক্রান্ত একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে গতকাল সোমবার বিচারপতি ফাহমিদা কাদের এবং বিচারপতি মো. আসিফ হাসানের বেঞ্চ এ আদেশ দিয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী সারওয়াত সিরাজ শুক্লা জনস্বার্থে এ রিট দায়ের করেন। আদালতে শুনানিও করেন তিনি। খবর বিডিনিউজের।
শুক্লা বলেন, গত ২৮ আগস্ট প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রাইমারি স্কুলে সংগীত শিক্ষক ও শারীরিক শিক্ষার সহকারী শিক্ষক নিয়োগের একটি প্রজ্ঞাপন জারি করে। পরে ২ নভেম্বর এই নিয়োগের প্রবিধান বাতিল করে একটি সংশোধিত প্রজ্ঞাপন জারি করে। সংশোধিত প্রজ্ঞাপনটি চ্যালেঞ্জ করে একটি রিট পিটিশন দায়ের করেছি আমি। শুনানি শেষে কোর্ট এই সংশোধিত প্রজ্ঞাপনটি কেন অবৈধ এবং বাতিল ঘোষণা করা হবে না, তা জানাতে রুল জারি করেন। দুই সপ্তাহের মধ্যে বিবাদীদের রুলের জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রিটে শিক্ষা সচিব, প্রাথমিক ও গণশিক্ষা সচিব এবং পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে বিবাদী করা হয়েছে বলে এ আইনজীবী জানান।












