উখিয়া থেকে অপহৃত শিশু চন্দনাইশে উদ্ধার

চন্দনাইশ প্রতিনিধি | মঙ্গলবার , ১১ নভেম্বর, ২০২৫ at ৪:৩৪ পূর্বাহ্ণ

কক্সবাজারের উখিয়া থেকে অপহৃত এক শিশুকে ২ দিনের মাথায় চন্দনাইশ থেকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত শিশুর নাম মোহাম্মদ ইছা। গতকাল সোমবার চন্দনাইশের দোহাজারী পৌরসদরস্থ দোহাজারী হাসপাতাল এলাকা থেকে তাকে উদ্ধার করে পুলিশ।

জানা যায়, কক্সবাজার জেলার উখিয়া থানার মধুরছড়া রোহিঙ্গা ক্যাম্প, ব্লক নংবি/১ এর আমির আলীর শিশু পুত্র মোহাম্মদ মুছাকে গত ৮ নভেম্বর অপহরণ করে। এব্যাপারে উখিয়া থানায় সাধারণ ডায়েরি দায়ের করার পর পুলিশ মোবাইল ট্রেকিং এর মাধ্যমে অপহরণকারীদের অবস্থান সনাক্ত করে। গতকাল উখিয়া থানার পুলিশ চন্দনাইশ থানা পুলিশের সহায়তায় তাকে দোহাজারী হাসপাতাল এরিয়া থেকে উদ্ধার করে।

দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই সোহেল বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত শিশু ইছাকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। উক্ত বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম বন্দরে আমদানি নিষিদ্ধ ৩৯ টন ঘনচিনি আটক
পরবর্তী নিবন্ধপ্রধান নির্বাহীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ মেয়রের, বদলি চেয়ে মন্ত্রণালয়ে পত্র