তিন দিন ধরে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি ও দুদিন ধরে কর্মবিরতি চালিয়ে আসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা একাদশ গ্রেডে বেতনের আশ্বাসে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। গতকাল সোমবার সন্ধ্যায় অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অর্থ মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর এ ঘোষণা দেন ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’ এর আহ্বায়ক ও বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির (শাহিন–লিপি) সাধারণ সম্পাদক খায়রুন নাহার লিপি। রাত ৮টার পর ব্রিফিংয়ে তিনি বলেন, ‘আমাদের একাদশ গ্রেডে বেতন দেওয়া হবে বলে অর্থ মন্ত্রণালয় প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে। অর্থ মন্ত্রণালয় আমাদের আশ্বাস দিয়েছে, এমনটা আগে কখনও দেয়নি। আমরা মঙ্গলবার (আজ) থেকে সব কর্মসূচি প্রত্যাহার করব। শহীদ মিনারে গিয়ে নেতারা আনুষ্ঠানিক ঘোষণা দেবেন। মঙ্গলবার থেকেই আমরা ক্লাসে ফিরে যাব।’ খবর বিডিনিউজের।
লিপি বলেন, “দশম গ্রেডে বেতন আমাদের প্রাণের দাবি, এ দাবিটা সহকারী শিক্ষকদের চলমান থাকবে। প্রধান শিক্ষকরা যেহেতু দশম গ্রেড পেয়েছেন, অর্থ মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বাস্তবতার নিরীখে সহকারী শিক্ষকদের এগারোতম গ্রেডকে যুক্তিযুক্ত মনে করে। এ মুহূর্তে আমরা মনে করি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের এটিও একটি যুগান্তকারী ফসল। কারণ আমরা বারোতম গ্রেড নিয়ে উৎকণ্ঠায় ছিলাম।












