চট্টগ্রামের সাতকানিয়ায় বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন একজন। নিহতের নাম দেলোয়ার হোসেন (৪২)।
আজ সোমবার সকাল ১১টার দিকে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মৌলভীর দোকান এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম বলেন, একটি মিনি বাসের সাথে সিএনজি অটোরিকশার সংঘর্ষে এক যাত্রীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনাকবলিত সিএনজি এবং ঘাতক বাসটি জব্দ করা হয়েছে।












