ইসলামিক সলিডারিটি গেমসে কারাতের দলনেতা শাহজাদা

| সোমবার , ১০ নভেম্বর, ২০২৫ at ৬:১৯ পূর্বাহ্ণ

সৌদি আরবের রিয়াদে গত ৭ নভেম্বর থেকে শুরু হওয়া ষষ্ঠ ইসলামিক সলিডারিটি গেমসে ৩৬ জন খেলোয়াড় নিয়ে অংশ নিচ্ছে বাংলাদেশ। মোট ১০টি ইভেন্টের মধ্যে কারাতে ইভেন্টে ৫ জন ক্রীড়াবিদ সহ মোট ৭ জন অংশ নিচ্ছে। এই কারাতে দলের দলনেতা হিসেবে গেমসে গেছেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের সভাপতি শাহজাদা আলম। তিনি এর আগে বিভিন্ন আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় দলনেতা হিসেবে দলকে নেতৃত্ব দিয়েছেন। আগামী ২১ নভেম্বর শেষ হবে এবারের ইসলামিক সলিডারিটি গেমস। শাহজাদা আলম এরই মধ্যে ঘোষণা দিয়েছেন গেমসে যে সব কারাতেকার স্বর্ণ পদক জিততে পারবেন তাদেরকে দশ লক্ষ টাকা পুরষ্কার প্রদান করা হবে।

পূর্ববর্তী নিবন্ধইসলামিক সলিডারিটি গেমসে বাংলাদেশের তিন পদক
পরবর্তী নিবন্ধনিরব স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের সুপার ফোরে ব্রাদার্স একাডেমি