ইসলামিক সলিডারিটি গেমসে বাংলাদেশের তিন পদক

স্পোর্টস ডেস্ক | সোমবার , ১০ নভেম্বর, ২০২৫ at ৬:১৯ পূর্বাহ্ণ

ষষ্ঠ ইসলামিক সলিডারিটি গেমসে বাংলাশে তিনটি ব্রোঞ্জ পদক পেয়েছে। শনিবার মধ্যরাতেই তিন পদক এনে দিয়েছেন ভারোত্তোলক মারজিয়া আক্তার। সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ভারোত্তোলনের ৫৩ কেজি ওজন শ্রেণিতে তৃতীয় হয়ে ব্রোঞ্জ জিতেছেন বাংলাদেশের মারজিয়া। এই ইভেন্টে সোনা জিতেছেন তুরস্কের জানসেল ওজকেন। রুপা জেতেন ইন্দোনেশিয়ার বাসিলিয়া। নিয়ম অনুযায়ী, ভারোত্তোলনে একজন খেলোয়াড় স্ন্যাচ, ক্লিন অ্যান্ড জার্ক ও টোটাল (দুই লিফটের যোগফল) তিন ক্যাটাগরিতে তিনটি পদক জিততে পারবেন। বাংলাদেশের মারজিয়া প্রথমে ৫৩ কেজি স্ন্যাচে ৭২ কেজি ওজন তোলেন। এরপর ক্লিন অ্যান্ড জার্কে তোলেন ৯১ কেজি ওজন। সবশেষে স্ন্যাচ ও ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে ১৬৩ কেজি ওজন তুলেছেন মারজিয়া। তাতে তিন ক্যাটাগরি থেকেই তিনটি ব্রোঞ্জ পদক পেয়েছেন বাংলাদেশের এই ভারোত্তোলক।

পূর্ববর্তী নিবন্ধপ্লেট ফাইনালে হংকংয়ের কাছে হারল বাংলাদেশ
পরবর্তী নিবন্ধইসলামিক সলিডারিটি গেমসে কারাতের দলনেতা শাহজাদা