নিরব স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের সুপার ফোরে ব্রাদার্স একাডেমি

| সোমবার , ১০ নভেম্বর, ২০২৫ at ৬:২০ পূর্বাহ্ণ

এস এস ক্রিকেট একাডেমি আয়োজিত নয়ন নাথ নিরব স্মৃতি ওডিআই ক্রিকেট টুর্নামেন্টের ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে ব্রাদার্স ক্রিকেট একাডেমি ৭ উইকেটে এম এস একাডেমিকে পরাজিত করেছে। এতে করে তারা সুপার ফোর পর্বে উন্নীত হয়েছে। এম এস একবাডেমি প্রথমে ব্যাট করে ৩৬.৪ ওভার খেলে সব উইকেট হারিয়ে ৯৬ রান করে। দলের যুনায়েদ ২১ ও অনিন্দ্য ২০ রান করে। ব্রাদার্স একাডেমির অহন ৪টি ও ইরফান ২টি উইকেট নেয়। জবাবে ব্রাদার্স একাডেমি ১১.৩ ওভার ব্যাট করে ৩ উইকেটে ৯৭ রান তুলে নেয়। দলের মিফতায়ুল ৪৭ ও সাদমান ২১ রান করে। এম এস একাডেমির অনিন্দ্য ৩ উইকেট নেয়। ম্যান অফ দ্যা ম্যাচ বিজয়ী দলের অহন। তার হাতে পুরস্কার তুলে দেন সাবেক খেলোয়াড় ও বিসিবি আম্পায়ার সাইফ উদ্দিন টিটু।

পূর্ববর্তী নিবন্ধইসলামিক সলিডারিটি গেমসে কারাতের দলনেতা শাহজাদা
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে গুণাগরী ক্রিকেট ক্লাবের ইন্টারনাল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন