ভারতের বিহারের রাজগিরে এশিয়া কাপ হকিতে ষষ্ঠ হয়েও সরাসরি বিশ্বকাপ বাছাই খেলতে পারেনি বাংলাদেশ। প্লে অফ খেলতে হচ্ছে পাকিস্তানের বিপক্ষে। তারই অংশ হিসেবে তিন ম্যাচের সিরিজ খেলতে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা এখন ঢাকায়। শনিবার দিবাগত মধ্যরাতে ঢাকায় এসেছে দলটি। বাংলাদেশ–পাকিস্তানের খেলা হবে ঢাকার মাওলানা ভাসানী স্টেডিয়ামে । ১২, ১৩ ও ১৫ নভেম্বর। তিন ম্যাচের সিরিজের বিজয়ী দল খেলবে বিশ্বকাপের বাছাই পর্বে। সিরিজকে সামনে রেখে বাংলাদেশ দলের অনুশীলন চলছে আগে থেকেই। ডাচ কোচ সিগফ্রিড আইকম্যান আছেন দায়িত্বে।











