ওভাল অফিসের অনুষ্ঠানে ট্রাম্পের চোখ বুজে থাকার ছবি ভাইরাল

| সোমবার , ১০ নভেম্বর, ২০২৫ at ৬:১৭ পূর্বাহ্ণ

হোয়াইট হাউসের ওভাল অফিসে এক অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চোখ বুজে থাকার ছবি নিয়ে গত কয়েকদিন ধরে যুক্তরাষ্ট্রে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। খবর বিডিনিউজের।

ছবি দেখে মনে হচ্ছে, ট্রাম্প সম্ভবত অনুষ্ঠানের মধ্যেই ঘুমিয়ে পড়েছিলেন। তবে হোয়াইট হাউস একথা অস্বীকার করেছে। ট্রাম্পের এমন ছবিকে কাজে লাগিয়ে বিরোধীরা তার স্বাস্থ্য এবং প্রেসিডেন্টের দায়িত্ব পালনে তিনি আদৌ সক্ষম কিনা নিয়ে সে প্রশ্ন তুলছে বলে জানিয়েছে সিএনএন। বৃহস্পতিবার ট্রাম্প ওজন কমানোর জনপ্রিয় কিছু ওষুধের দাম কমানোর ঘোষণা দেওয়া ওই অনুষ্ঠানে ওভাল অফিসে অন্যান্য কর্মকর্তাদের সঙ্গেই ছিলেন, তিনি তার রেজুলেট ডেস্কের পেছনে বসে কথাও বলেছেন। এর মধ্যে কখনো কখনো তার চোখ বন্ধ মনে হচ্ছিল, মাঝে তাকে চোখ খোলা রাখতে সংগ্রাম করতেও দেখা গেছে। হঠাৎ হঠাৎ তিনি চোখও কচলেছেন। তার চোখ বুজে থাকার ছবিগুলোকে হাতিয়ার বানাতে মোটেও দেরি করেনি সমালোচকরা। ট্রাম্পের অন্যতম কট্টর সমালোচক ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসমের গণমাধ্যম কার্যালয় ওই অনুষ্ঠানের ছবি দিয়ে লিখেছে, ঘুমন্ত ডন ফিরে এসেছে। পরে সিএনএনকে দেওয়া বিবৃতিতে হোয়াইট হাউসের মুখপাত্র টেইলর রজার্স বলেছেন, প্রেসিডেন্ট ঘুমাচ্ছিলেন না, উল্টো তিনি পুরো অনুষ্ঠানজুড়ে কথা বলেছেন, গণমাধ্যমের কাছ থেকে প্রশ্নও নিয়েছেন। এটি ছিল ডায়াবেটিস, হার্টের সমস্যা, স্থূলতা ও অন্যান্য জটিলতায় ভুগতে থাকা মার্কিনিদের চিকিৎসায় ব্যবহৃত দুটি ওষুধের দাম কমানোর ঐতিহাসিক ঘোষণার অনুষ্ঠান। প্রেসিডেন্টের এই ঘোষণা মানুষের খরচ উল্লেখযোগ্য পরিমাণ বাঁচাবে, অসংখ্য মার্কিনির জীবন রক্ষা পাবে। অথচ ব্যর্থ, উদারপন্থি গণমাধ্যম এসব বিষয় প্রচার না করে আস্তাকুঁড়ে ফেলার মতো বয়ান প্রচার করতে চাইছে, বলেছেন তিনি।

ট্রাম্পকে প্রতিনিয়তই জনসমক্ষে বিভিন্ন অনুষ্ঠানে দেখা যাচ্ছে, তিনি গণমাধ্যমের প্রতিবেদকদের সঙ্গে দীর্ঘ প্রশ্নউত্তর পর্বেও থাকেন। সহযোগী ও মন্ত্রিসভার সদস্যরা প্রায়ই ট্রাম্পের উদ্যম, অনেকক্ষণ কাজ করার শক্তির প্রশংসা করেন।

দিনরাতের বিভিন্ন সময় ট্রাম্পের কাছ থেকে নিয়মিতই ফোন কল বা মেসেজ পান বলেও তারা জানান। বৃহস্পতিবারের আগের দিনই ট্রাম্প মিয়ামি গিয়ে এক ঘণ্টার বেশি বক্তৃতা দিয়েছিলেন। গত মাসের শেষদিকে তিনি টানা কয়েকদিনে এশিয়ার কয়েকটি দেশ সফরও করেন। তবে এরপরও প্রেসিডেন্টের স্বাস্থ্য নিয়ে মাঝেমধ্যেই প্রশ্ন ওঠে। ৭৯ বছর বয়সী এ রিপাবলিকান ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে এমআরআই করার কথাও গত মাসে জানিয়েছিলেন। যদিও কেন এমআরআই করতে হয়েছে সে বিষয়ে কিছু বলেননি তিনি।

পূর্ববর্তী নিবন্ধশনির এই চাঁদে থাকতে পারে এলিয়েনের আবাস
পরবর্তী নিবন্ধমালয়েশিয়া-থাইল্যান্ড সীমান্তের কাছে অভিবাসীবাহী নৌকাডুবি