ভালো শিক্ষার্থী হলেই ভালো শিক্ষক হওয়া যায় না

প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধনে চবি উপাচার্য

চবি প্রতিনিধি | সোমবার , ১০ নভেম্বর, ২০২৫ at ৬:১৩ পূর্বাহ্ণ

চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্‌ইয়া আখতার বলেছেন,অনেকে ভালো শিক্ষার্থী হলেও শিক্ষক হিসেবে ভালো করতে পারেন না, ভালো শিক্ষক হতে হলে টিচিং পদ্ধতি ভালোভাবে জানতে হয়। তিনি গতকাল রোববার উপাচার্য দপ্তরের সম্মেলন কক্ষে চবি আইকিউএসির উদ্যোগে আয়োজিত নবনিযুক্ত শিক্ষকদের পেশাগত উন্নয়নমূলক ৫ দিনব্যাপী ‘ঋড়ঁহফধঃরড়হ ঞৎধরহরহম চৎড়মৎধস ভড়ৎ চৎড়ভবংংরড়হধষ উবাবষড়ঢ়সবহঃ্থ শীর্ষক প্রশিক্ষণ উদ্ধোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন। এতে বিশেষ অতিথি ছিলেন উপউপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, উপউপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম। সভাপতিত্ব করেন আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ মোশাররফ হোসেন এবং সঞ্চালনা করেন অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. শাহাদাত হোছাইন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য আরো বলেন, আপনারা প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে যোগ্য হয়ে শিক্ষক হয়েছেন, এখন সেটা আপনাদের কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে। একজন শিক্ষকের আই কন্টাক্ট, বডি ল্যাঙ্গুয়েজ, লেকচার ডেলিভারি এসব বিষয়ে দক্ষ হতে হবে। তিনি বলেন, একজন শিক্ষক যদি নিষ্ঠার সঙ্গে ক্লাস নেন ও নৈতিকতার সঙ্গে খাতা মূল্যায়ন করেন, তবে তিনি জনপ্রিয় শিক্ষক হতে পারেন। শিক্ষকদের নিয়ে হওয়া বেশিরভাগ প্রশিক্ষণ গবেষণামূলক হলেও এই প্রশিক্ষণটি টিচিং মেথড শেখার ক্ষেত্রে সহায়ক হবে। প্রশিক্ষণের প্রথমদিন ট্রেইনার হিসেবে দায়িত্ব পালন করেন উপউপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন, উপউপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন এবং চবি আইসিটি সেলের পরিচালক প্রফেসর সাইদুর রহমান চৌধুরী। ৫ দিনব্যাপী এই প্রশিক্ষণ প্রতিদিন সকাল ৯টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত চলবে। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের ৩০ জন নবনিযুক্ত শিক্ষক অংশ নিচ্ছেন।

পূর্ববর্তী নিবন্ধকোনো পরাজিত শক্তি নির্বাচনী জোয়ার থামাতে পারবে না
পরবর্তী নিবন্ধশিল্পবোধ সম্পন্ন মানুষ ধ্বংসের পক্ষে থাকে না : মোশাররফ করিম