মবিল ঢেলে বদলানো হচ্ছে নিম্নমানের ইটের রং!

কাপ্তাই সড়ক প্রশস্তকরণ কাজ, তদন্তের পর ব্যবস্থা : সওজ

মীর আসলাম, রাউজান | সোমবার , ১০ নভেম্বর, ২০২৫ at ৫:৪২ পূর্বাহ্ণ

চট্টগ্রামকাপ্তাই সড়ক উন্নয়ন কাজে ব্যবহার করা হচ্ছে নিম্নমানের ইট। স্থানীয়দের অভিযোগ উন্নয়ন কাজে আনা প্রায় সব ইট দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির। এসব ইট ব্যবহার করা হচ্ছে প্রশস্ত করা সড়ক কিনারায় এজিং দেয়ার (খাড়া করে দেয়া) কাজে। সড়ক পথে চলাচলকারী প্রত্যক্ষদর্শীরা বলেছেন, ঠিকাদারের লোকজন নিম্নমানের ইট দিয়ে করা এজিংয়ের উপর পোড়া মবিল ঢেলে দিয়ে ইটের রং বদলে দিচ্ছে। যাতে নিম্নমানের ইটের রং বদলে কালো রং ধারণ করে এবং ইটের মান মানুষের চোখে না পড়ে।

সরেজমিনে পরিদর্শনে দেখা যায়, সড়ক পথের নোয়াপাড়া পথের হাট থেকে পশ্চিমমুখি মদুনাঘাট পর্যন্ত এজিংয়ের কাজে এসব নিম্নমানের ইট ব্যবহার করা হয়েছে। সড়কের প্রায় দুই কিলোমিটার পথ হেঁটে এই ইটের ব্যবহার দেখা গিয়েছে। এই পথে মোটরসাইকেল চালিয়ে যাওয়া কাজী ইলিয়াছ নামের এক ব্যক্তি সড়ক কিনারায় স্তূপ করে রাখা দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির ইট দেখে কৌতুহলী হয়ে মবিলে ঢাকা এজিংয়ের কিছু ইটের মাথা টুকিয়ে নিম্নমানের ইট আবিষ্কার করেছেন। এসময় ইটের আসল চেহারা সর্বসাধারণের দৃষ্টি আকর্ষণ করাতে তিনি ব্যবহৃত ইটের প্রতিচ্ছবি প্রকাশ করতে ছবি উঠাচ্ছেন। যারা এই দৃশ্য দেখছেন তারা সংশ্লিষ্ট ঠিকাদার ও সড়ক বিভাগের সংশ্লিষ্ট লোকজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে নানা মন্তব্য করেন।

সড়ক ও জনপদ (সওজ) বিভাগ সূত্রে জানা যায় মোহরা রাস্তার মাথা থেকে কাপ্তাই পর্যন্ত সড়কটির দৈর্ঘ্য ৫২ কিলোমিটার। চলতি বছরের জানুয়ারি থেকে সড়কটি সমপ্রসারণ কাজ শুরু করে সওজ বিভাগ। প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে নেয়া প্রকল্পটির অধীনে প্রাথমিকভাবে মোহরা রাস্তার মাথা থেকে রাউজানের গশ্চি পর্যন্ত সড়কের দুই পাশ সমপ্রসারণ করা হচ্ছে। দুটি প্যাকেজে সাড়ে ১৩ কিলোমিটার সড়ক প্রশস্ত করতে ঠিকাদার নিয়োগ দেয়া হয়। মোহরা আরকান সড়ক সংযোগ (রাস্তার মাথা) থেকে মদুনাঘাট সেতুর হাটহাজারী পর্যন্ত পাঁচ কিলোমিটার সড়কটি ৩৪ ফুটে উন্নীত করা হচ্ছে। ২০২৫ ফুট প্রশস্ত সড়কটির উভয় পাশে স্থান ভেদে ৩ ফুট থেকে ৬ ফুট পর্যন্ত সমপ্রসারণ করা হচ্ছে।

সূত্র মতে, মদুনাঘাট সেতু থেকে পূর্বমুখি সড়ক পথ উন্নয়নে ব্যয় করা হচ্ছে প্রায় ২৮ কোটি টাকা। এই প্রকল্পের আওতায় নোয়াপাড়া পথেরহাট এলাকার ২০০ মিটার সড়ক পথ ৩৬ ফুটে উন্নীত করা হচ্ছে।

স ও জ বিভাগ সূত্রে জানা যায়, রাউজান অংশের সড়ক উন্নয়ন কাজ করছে আর এন্ড ওয়াই এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান।

সড়ক উন্নয়ন কাজে নিম্নমানের ইট ব্যবহার নিয়ে কথা বললে সড়ক জনপদ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী নিজাম উদ্দিন বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হবে। সত্য হলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধগভীর রাতে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা
পরবর্তী নিবন্ধবন্দরের বর্ধিত ট্যারিফ এক মাস স্থগিত