পারিবারিক কলহের জের ধরে চট্টগ্রামের সাতকানিয়ায় ছেলের ছুরিকাঘাতে পিতার মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। ঘটনাটি আজ রবিবার (৯ নভেম্বর) রাত আনুমানিক সোয়া আটটার দিকে উপজেলার ৪ নং কাঞ্চনা ইউনিয়নের ২ নং ওয়াডের নয়াপাড়া গ্রামের ডাক্তার ইউসুফের বাড়ি এলাকায় ঘটেছে।
ছুরিকাঘাতে নিহত পিতার নাম আহমেদ হোসেন (৫২)। তিনি ওই এলাকার জলিল বক্সের ছেলে। অপরদিকে ঘাতক ছেলের নাম রিয়াদ হোসেন (২৫)। সে নিহত আহমদ হোসেনের বড় ছেলে।
জানা যায়, উপজেলার কাঞ্চনা ইউনিয়নের ২ নং ওয়াডের নয়াপাড়া গ্রামের আহমেদ হোসেনের সাথে আজ রাতে তার বড় ছেলে রিয়াদ হোসেনের সাথে পারিবারিক কলহের বিভিন্ন বিষয় নিয়ে কথা কাটাকাটির হয়।
এক পর্যায়ে ছেলে রিয়াদ তার হাতে থাকা ধারালো ছুরি দিয়ে তার পিতার গলার ডানপাশে ছুরিকাঘাত করলে তিনি গুরুতর আহত হয়ে মাঠিতে পড়ে যান।
আহতাবস্থায় এলাকাবাসীসহ বাড়ির লোকজন তাকে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
উপজেলার কাঞ্চনা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ আবু তৈয়ব পারিবারিক কলহের জের ধরে ছেলের ছুরিকাঘাতে পিতার মৃত্যুর ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘাতক ছেলে পেশায় টমটম চালক। দীর্ঘদিন ধরে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল।
সাতকানিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জহির আমীন জানান, নিহতের মৃতদেহ বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সাতকানিয়াতে আছে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরন করা হবে। আসামিকে আটক করতে অভিযান চলমান। ভিকটিমের পরিবারের পক্ষ থেকে মামলা করার বিষয়টি প্রক্রিয়াধীন।











