চট্টগ্রামের ফটিকছড়ির ভূজপুরে পুকুরে ডুবে মোচ্ছামৎ নুসাইবা নামের ২ বছর বয়সী এক কন্যা শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (৯ নভেম্বর) সকালে ভূজপুর ইউপির ৫নং ওয়ার্ডের পশ্চিম কৈয়া এলাকায় এ ঘটনা ঘটেছে।
নিহত শিশু একই এলাকার মাওলানা মুহাম্মাদ একরামের একমাত্র মেয়ে।
বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য মো: লোকমান বলেন- ঘটনার দিন শিশুটি খেলতে খেলতে বসতঘরের পিছনের পুকুরে পড়ে যায়। পরে দেখতে না পেয়ে সবাই শিশুটিকে খুঁজতে থাকে। এক পর্যায়ে পুকুরে তার মরদেহ ভেসে উঠে।










