ফটিকছড়িতে পুকুরে ডুবে কন্যা শিশুর মৃত্যু

ফটিকছড়ি প্রতিনিধি | রবিবার , ৯ নভেম্বর, ২০২৫ at ৪:০৪ অপরাহ্ণ

চট্টগ্রামের ফটিকছড়ির ভূজপুরে পুকুরে ডুবে মোচ্ছামৎ নুসাইবা নামের ২ বছর বয়সী এক কন্যা শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (৯ নভেম্বর) সকালে ভূজপুর ইউপির ৫নং ওয়ার্ডের পশ্চিম কৈয়া এলাকায় এ ঘটনা ঘটেছে।

নিহত শিশু একই এলাকার মাওলানা মুহাম্মাদ একরামের একমাত্র মেয়ে।

বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য মো: লোকমান বলেন- ঘটনার দিন শিশুটি খেলতে খেলতে বসতঘরের পিছনের পুকুরে পড়ে যায়। পরে দেখতে না পেয়ে সবাই শিশুটিকে খুঁজতে থাকে। এক পর্যায়ে পুকুরে তার মরদেহ ভেসে উঠে।

পূর্ববর্তী নিবন্ধসিএমপির দুই থানার ওসি রদবদল
পরবর্তী নিবন্ধরাউজানে বিয়ের তিন সপ্তাহের মাথায় বিদ্যুৎস্পর্শে যুবকের মৃত্যু