সীতাকুণ্ড মীরেরহাট এলাকায় ঘুমন্ত অবস্থায় এক যুবককে দুর্বৃত্তরা পিটিয়ে হত্যা করেছে। শনিবার (৮ নভেম্বর) গভীর রাতে সৈয়দপুর মীরেরহাট বাজারে এ ঘটনাটি ঘটে। নিহতের নাম মোঃ বেলাল হোসেন। সে মীরেরহাট এলাকার জয়নাল উকিলের বাড়ির বাসিন্দা মোঃ আবুল কালামের ছেলে।
এদিকে নিহত বেলালের এক আত্মীয় মোঃ আলমগীর বলেন, সৈয়দপুর ইউনিয়নের মীরেরহাট বাজারে প্রায়ই সময় চুরি ডাকাতির ঘটনা ঘটে আসছে। কিন্তু চোর ও ডাকাত চক্র অপকর্মের বাধা হয়েছিল বেলাল।
যার কারণে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। মানসিক প্রতিবন্ধী হলেও সবাইকে চিনত সে। রাতের বেলায় থাকত বাজারের মধ্যে। যার কারণে বাজারের নৈশপ্রহরীর পাশাপাশি রাতের বেলায় বাজারে ঘুরে ঘুরে চিৎকার করে বাজার পাহারা দিত। ইব্রাহিম নামের আরেক যুবক বলেন, রাতের বেলাল বাজারে দারোয়ানের মতো পাহারা দিত সে।
মীরেরহাট বাজার পরিচালনা কমিটির সভাপতি জামশেদ আলম বলেন, বেলাল মানসিক প্রতিবন্ধী। বেলাল সারারাত বাজারের মধ্যে ঘুরে ঘুরে শুধু চিৎকার করতো। যার ফলে চোর ডাকাত ও মাদক ব্যবসায়ীদের অপকর্ম পরিচালনা করতে তাদের সমস্যার সৃষ্টি হতো।
তাই প্রাথমিকভাবে ধারণা করছি প্রতিবন্ধী বেলালকে পরিকল্পিতভাবেই হত্যা করেছে তারা।
এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার ওসি মোঃ মজিবুর রহমান বলেন, আমরা প্রাথমিকভাবে ধারণা করছি তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।












